আমাদের কথা খুঁজে নিন

   

গতীই হত্যা করল Fast & Furious ক্ষেত নায়ক Paul Walker কে!

আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে টিউন করলাম তাই দুঃখিত! Fast & Furious মুভির কথা আশা করি সকলেরই মনে আছে। Fast & Furious মুভিটি সম্পুর্ন গাড়ি নিয়ে আবার এতে টেকনলোজির ছুঁয়াও রয়েছে মারাত্নক ভাবে। গাড়ি এবং  টেকনলোজি নিয়ে আমার একটু দুর্বলতা থাকার কারনেই হয়ত Fast & Furious মুভিটা আমার অন্যতম প্রিয় মুভি। আর Fast & Furious মুভিটা প্রিয় হওয়ার কারনে  Paul Walker আমার অন্যতম প্রিয় আকটর ছিল।
কিন্তু Fast & Furious মুভির মুল নায়ক Paul Walker আজ সকালে গাড়ি এক্সিডেন্টে মারা গিয়েছে।

বন্ধুর সাথে লং ড্রাইভে Porsche GT গাড়িটি নিয়ে বের হয়েছিল, ড্রাইভ করছিল বন্ধু। গতীই হত্যা করল Fast & Furious ক্ষেত নায়ক Paul Walker কে!
তাই শিরোনাম টা এমন দিলাম "গতীই হত্যা করল Fast & Furious ক্ষেত নায়ক Paul Walker কে!" যেই গতিকে নিয়ে সারা জীবন এত খেলা করলা আজ সে গতির হাতেই হত্যা হতে হল তাকে। ঠিক যেন ওঝা মরে শাপের বিষে কথাটার মত।   যাক এর বেশি কিছুই লিখলাম না। আশা করি সবাই ভাল থাকবেন।


আমার ফেসবুক প্রোফাইল (দেখতে এখানে ক্লিক করুন!) এবং আমার ফেসবুক ফেনপেজ (দেখতে এখানে ক্লিক করুন!) !
 


 






সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.