মুহররমুল হারাম তথা সম্মনিত পবিত্র মাস। এ মাসের অনেক ফযীলত সম্মান রয়েছে। ঘটনাবহুল এ মাসে রয়েছে অনেক ঐতিহাসিক ঘটনা। সকল ঘটনা থেকে অনেক নসীহত বা শিক্ষা রয়েছে।
বিশেষ করে ১০ মুহররমুল হারাম তথা পবিত্র আশুরা শরীফে অনেক স্মরনীয় ঘটনাই ঘটেছে।
এর মধ্যে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূরপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আওলাদ ইমামুছ ছালিছ মিন আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনার শাহাদাত দিবস।
যিনি কারবালায় কুখ্যাত ইয়াযিদ না’লতুল্লাহি আলাইহির বাহিনী কর্তৃক নির্মমভাবে শহীদ হন ।
বস্তু:ত ইমাম হুসাইন আলাইহিস সালাম নাহক্বে সাথে আপোষ না করে শহীদ হয়েগেলেন। যা ইসলামের সুমহান শিক্ষাকেই প্রতিষ্ঠিত করেছে।
একারনে বলা হয়, ”হার কারবালা বাদ ইসলাম জিন্দা হোতে হ্যায়।
”
যে কোন কিছু অর্জনের জন্য ত্যাগ প্রয়োজন। অর্জনের লক্ষ্য যত বড় ত্যাগের ধরন ও তত বড় হয়।
সম্মানিত এমাস বিদায়ের পথে।
তাই এমাসের শিক্ষা গ্রহন করা সকল মুসলমানের জন্য জরুরী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।