আমাদের কথা খুঁজে নিন

   

মনোনায়ন না দেওয়ায় বেলকুচিতে ঝাড়ু মিছিল

দশম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চেৌহালী) আসনে সাবেক মত্স্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে মনোনায়ন না দেওয়ায় তার বিক্ষুব্ধ সমর্থক, আ'লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আজ সকালে বেলকুচিতে ঝাড়ু মিছিল করেছে।

এছড়াও বেলকুচি-এনায়েতপুর সড়কের মুকুন্দগাঁতী বাজার মোড়ে শেখ হাসিনা মনোনীত প্রার্থী জেলা পরিষদ প্রশাসক মজিদ মন্ডলের কুশপুত্তলিকাও দাহ করা হয়েছে।

এদিকে, আজ দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সদ্য গনপদত্যাগকারী নেতাকর্মীরা লতিফ বিশ্বাসকে মনোনয়ন না দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।

এ সময় এ.কে.এম ইউসুফ জী খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র মফিজ উদ্দিন খান লাল, আব্দুল হামিদ আকন্দ, সোনিয়া সবুর, ফারুক সরকার ও মোহাম্মদ আলীসহ প্রমুখ।

অন্যদিকে, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সাংসদ গাজী শফিউল ইসলাম শফিকে বাদ দিয়ে প্রধানমন্ত্রীর সাবেক জনপ্রশাসন বিষয়ক উপদষ্টো এইচ.টি.ইমাম পুত্র তানভীর ইমামকে আ'লীগ থেকে মনোনায়ন দেওয়ায় তা বাতিলের দাবিতে উল্লাপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আ'লীগ ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা সাংসদকে নিয়ে আজ সকাল থেকে প্রতীক অনশন কর্মসূচী পালন করেছে।

অরপদিকে, জননেত্রী শেখ হাসিনার সদ্ধিান্ত না মেনে নেতাকর্মীকে উস্কে অনশন করার প্রতিবাদে তানভীর ইমামের নেতৃত্বে অপর অংশের নেতাকর্মীরা দুপুরে পৌর শহরে মিছিল করেছে।                          

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.