বেশ কয়েকদিন ধরে জোরে শোরে গুজব উঠছিল বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন শ্বশুরবাড়ি ছেড়ে আলাদা বাড়িতে উঠবেন। তবে খবরটিকে এবার স্রেফে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন তার স্বামী অভিষেক বচ্চন।
সম্প্রতি গুঞ্জন উঠেছিল শাশুড়ি জয়া বচ্চনের উপর বিরক্ত হয়ে এবার শ্বশুরবাড়ি ছাড়ার কথা ভাবছেন ঐশ্বরিয়া। সবকিছুতে শাশুড়ির নজরদারিকে অনেকটা 'অনধিকার চর্চা' হিসেবেই নাকি দেখছেন অ্যাশ। আর তাই স্বামী অভিষেক আর সন্তান আরাধিয়াকে নিয়ে আলাদা বাড়িতে উঠে পড়ার পরিকল্পনাই নাকি করছিলেন তিনি।
বিষয়টি নিয়ে যদিও বচ্চন পরিবারের কেউই কিছু বলেননি, তবে অভিষেকই প্রথম এ ব্যপারে মুখ খুললেন। জানালেন, বিষয়টি একটা 'ফালতু' গুজব ছাড়া কিছুই নয়। টুইটারে এক ভক্তের প্রশ্নের উত্তর দিতে গিয়ে খবরটিকে সম্পূর্ণ গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন স্বামী অভিষেক।
দুই বছরের প্রেমের পর ২০০৭ সালে বলিউডি অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করেন সাবেক বিশ্ব সুন্দরী এবং অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। তখন থেকেই শ্বশুর-শ্বাশুড়ি অমিতাভ এবং জয়া বচ্চনের সঙ্গে তাদের মুম্বাইয়ের বাড়ি ‘জলসা’ থাকেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।