আমাদের কথা খুঁজে নিন

   

পথে আটকা উদয়ন-ঢাকা মেইল, যেতে পারেনি সুবর্ণ-প্রভাতী

কুমিল্লার বুড়িচংয়ে ফিসপ্লেট তুলে নেওয়ার কারণে লাইনচ্যুত 'মহানগর গোধূলী এক্সপ্রেস' ট্রেনের উদ্ধার কাজ শেষ না হওয়াতে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া 'উদয়ন', ঢাকা মেইলসহ কয়েকটি ট্রেন পথে আটকা পড়েছে। এছাড়া দুর্ঘটনার কারণে রাতের ট্রেনগুলো আসতে না পারায় আজ সোমবার সকালে প্রভাতি ও সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে যেতে পারেনি।

তবে 'প্রভাতি' কুমিল্লা পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সকাল পৌনে ১টার দিকে এটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যেতে পারে বলে আশা করছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে, চরম দুর্ভোগে পড়েছেন পথে আটকাপড়া যাত্রীরা। চট্টগ্রাম থেকে ট্রেন ছেড়ে যেতে না পারায় স্টেশনে আসা যাত্রীরাও পড়েছেন বিপাকে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।