ঘটনাটি যদিও এখন পর্যন্ত ঘটেনি কিন্তু ঘটতে পারে খুব শিগগিরই। অটোবায়োগ্রাফি নিয়ে তৈরি হওয়া কোনও ছবিতে যদি অমিতাভ বচ্চন অভিনয় করেন, তাহলে তা হবে তার পিতা হরিবংশ বচ্চনের বায়োপিক। আর সেই ছবিতে পিতার চরিত্রে অভিনয় করতে চান নিজেই।
দিল্লিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নিজের জীবনকাহিনী প্রসঙ্গে এই কথাই জানালেন অমিতাভ বচ্চন। দিনি বলেন, ইচ্ছেটা এইরকমই।
তবে এই চরিত্রটা করা আমার পক্ষে খুবই কঠিন। ছেলে হিসেবে বাবাকে দেখা আর সেই মানুষটির আদলে তৈরি চরিত্রে অভিনয় করাটা বেশ কঠিন। যদি সুযোগ পাই তাহলে অবশ্যই তা করব।
অনুষ্ঠানে অমিতাভ বচ্চন জানান, আসলে অটোবায়োগ্রাফি লিখতে চাই বললেই লেখা যায় না। বইয়ের পাতায় পুরোপুরি সৎ থাকা সত্যিই কঠিন ব্যাপার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।