চ্যাম্পিয়ন্স লিগে হারের ক্ষত শুকানোর আগেই আরেকটি ধাক্কা খেলো ফুটবল জায়ান্ট বার্সা। অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে একমাত্র গোলে হেরে লা লিগায় মৌসুমের প্রথম হারের স্বাদ পেয়েছে শিরোপাধারীরা।
গতরাতে ম্যাচের শুরু থেকে যথারীতি প্রভাব বিস্তার করে খেলছিল বার্সেলোনা। দ্বাদশ মিনিটে দলীয় প্রচেষ্টার একটি আক্রমণ থেকে দলকে প্রায় এগিয়েই নিচ্ছিলেন নেইমার। ইনিয়েস্তার ক্রস নিয়ন্ত্রণে নিতে পারেননি আলেক্সিস সানচেস।
তার পায়ে লেগে সুবিধা মতো জায়গায় বল পেয়েও গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি নেইমার।
তবে ২৫ মিনিট পার হওয়ার পর ম্যাচে ফিরে আসতে শুরু করে বিলবাও। আর দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের প্রথম সুযোগটিকে গোলে পরিণত করে স্বাগতিকদের উল্লাসে মাতান মুনিয়াইন। সুসায়েতার ক্রস থেকে গোলরক্ষক পিন্তোকে পরাস্ত করে ৭১ মিনিটে দলকে এগিয়ে নেন তিনি।
সপ্তাহটা খুব খারাপ গেল জেরার্দো মার্তিনোর শিষ্যদের।
গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ে আয়াক্স আমস্টারডামের কাছে ২-১ গোলের হেরেছিল বার্সেলোনা। সেটা ছিল এ মৌসুমে তাদের প্রথম হার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।