আমি জানি আমার দেখা সব স্বপ্ন পূরণ হবে না। তবে কথায় আছে "মানুষ তার স্বপ্নের সমান বড়। "তাই হাল আমি ছাড়ছি না।
শীতকাল চলে আসল। ব্যাডমিণ্টন খেলমু।
আগে র্যাকেট আর ভাল লাগে না। তাই নতুন একটা কিনব। কিছু ব্র্যাণ্ডের নাম-ধাম, দোকানের নাম, সাজেশান দেন। বাজেট হচ্ছে গিয়ে ২৫০০ টাকার মত।
আর শাটল ককও লাগবে।
কোনটা কিনি? ধরেন কিনলে একসাথে দুই ডজনের মত কিনব। মোটামুটি ভাল হলেই হল। ছাদে খেলব, বুঝতেই পারছেন!
আর হ্যাঁ, নেট। এটা কী হিসেবে কেনে? সবগুলা একই সাইজের হয়? না হলে বড়গুলার দাম কেমন হতে পারে?
কক আর নেটের খরচা বাবদ ধরেন দেড় হাজার টাকা!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।