থাইল্যান্ডের সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব রাজার জন্মদিনের প্রতি সম্মান জানিয়ে সরকারের সঙ্গে আগামী বেশ কিছু দিনের জন্য সমঝোতা চুক্তিতে পৌঁছেছে।
গতকাল মঙ্গলবার বিরোধী ও শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ভয়েস অব রাশিয়া এ খবর জানিয়েছে।
'আমাদের পিতৃতুল্য রাজার জন্মদিনের সম্মানে দু’পক্ষই আগামী বেশ কিছু দিন শান্তি বজায় রাখার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছি' বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল পারাডন প্যাতথানাথাবুত।
প্যারাডন জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার নির্দেশে বিক্ষোভকারীদের সরকারের প্রধান কার্যালয় 'গভর্নমেন্ট হাউসের' আঙ্গিনায় ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। তারা সেখানে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে। একইসঙ্গে মেট্রোপলিটন পুলিশসহ নিরাপত্তা বাহিনীর অন্য কার্যালয়গুলোর সামনে থেকে ব্যারিকেড সরিয়ে নিয়েছে পুলিশ। এ কারণে সেখানেও অবাধ যাতায়াত করতে পারছে সরকারবিরোধীরা।
সরকার বিরোধীদের সঙ্গে সংঘাতে জড়াবে না এমন সিদ্ধান্ত জানানোর পরও বিক্ষোভকারী দলের প্রধান নেতা সুথেপ থাউগসুবান মঙ্গলবার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইংলাককে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তারা।
এদিকে, সহিংসতা এড়াতে বিক্ষোভকারীদের পাশে শান্তিপূর্ণ অবস্থানের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে সরকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।