আমাদের কথা খুঁজে নিন

   

^_^ কবিতা ^_^ ভালবাসার রং কোনটি?

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। নিজেকে অনেক বার জিজ্ঞাসে কুন্ঠিত করা প্রশ্নের উত্তর খুঁজি, বাইরে বর্ষা অকৃপণ ঝরছিল তখন, আমি আনমনে আবার যেন জিজ্ঞাসু হলাম, ভালবাসার রং কি? কি তার সুষমা, তার রূপ? বৃষ্টির অবিমার ঝরে পড়া ঝুম শব্দ যেন প্রতিদ্ধনিত হচ্ছিল, সেই একই শব্দের বিমূর্ত প্রতিচ্চারণে । কে যেন প্রবোধের সুরে বলে উঠলো মন মাঝে, ভালবাসা যে আর কিছু নয়, সে যে এক রংধনু ।

তার শত রং, কোটি রূপ, শব্দটা ভাবছিলাম চুপ । কখনো যা ব্যথার গাঢ় নীল, সমুদ্র তীরে একা উড়ে চলা গাংচিল । মন মাঝে ভালবাসা কভু সাদা-শুভ্র পবিত্রতা, তার ধ্বনিত আবহে শান্তিময়, শত বিশৃঙ্খল পৃথিবীটা । কখনো তা শান্তির সবুজ, কখনোবা হলুদ হিমুর মত অবুঝ । বিষাদের একা পুকুর পারে বসে থাকা কখনো, ধূষর কালচে ভালবাসা, ভালবাসি তখন ।

লালিমার আবেশ নিয়ে ভালবাসা আসে, আবিরটুকু হৃদয়ে পরশ বুলিয়ে দেয়, তাই ভালোবাসাকে রংধনুর রঙ্গে আকাঙ্খা করি । ভালবাসাকে কখনো আকাশে খুঁজে পাই, আকাশী শুদ্ধতায়, বিমোহিত করে যা প্রতি পলকে, নিদারুন মুগ্ধতায় । ভালবাসা যেন তুমি, সমস্ত আবেগ আর অনুভুতির রং ও প্রতিচ্ছবি, ভালবাসা তুমি রংধনু, যে কারণে, কারো মন কবি । পৃথিবীর শত রঙ্গে শেষ হয় না যার মহিমা, সর্গতুল্য দেবী ভালবাসা, মন প্রতিমা । এলোমেলো ভাবছি একা একা, হয়ত যুক্তিহীন, এলো হোকনা, তবু ওতেই চায় মন হতে বিলীন ।

বৃষ্টিটা ঝিমিয়ে এলো যেন কিছুটা, কিরণের হালকা এলো ছায়া রং মনটা ছুঁয়ে গেল, দূরে তাকিয়ে একটুকরো ভালবাসা দেখলাম, তোমাকে, বৃষ্টিকে ছাপিয়ে মিষ্টি হেসে রংধনু দেখছে আমায়, বললাম, আমি ভালবাসি তোমায় । । _____________________________________________________ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।