আমাদের কথা খুঁজে নিন

   

অস্তিত্ব কী?

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী ওরাই ভাল, ভালবাসতে পারে! আমার ভেতরটা তো নষ্ট, নষ্ট হয়ে গেছে প্রতীতি-ছায়া-অন্ধকারের সাথে। তা-ও মাঝে মাঝে হাত রাখি অনুভব করার মিথ্যে নাটকে। আমার কোথায় দায় আছে দেখি বেঁচে থাকার সমস্ত আওয়াজগুলো শুনি, কিন্তু তারা ফেরে- শূন্য স্বর্গ হতে ফাঁকা প্রতিধ্বনি নিয়ে কিছু পাওয়ার আগেই শূন্য ধ্বনিরা আমায় পেয়ে বসে! কী বলতে চায়, বেঁচে নেই! নাকি স্পন্দনগুলো খামোখা আশার খই-বাতাসা!? অস্তিত্ব কী? অস্তিত্ব কার? আমার বেঁচে থাকাটাই কি সে? নাকি সে-ই বেঁচে নেই আমার মাঝে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।