আমাদের কথা খুঁজে নিন

   

উপস্থাপকের উচিৎ না মাননীয় মন্ত্রীকে ভাই হিসাবে সম্মোধন করা',



'ইন্ডপিসেডন্টে টলেভিশিনরে টক শো আজকের বাংলাদশে অনুষ্ঠানরে সুর্দশন উপস্থাপক গতকাল ০৩/১২/১৩ রাতের র্পবে অতিথি/ আলোচক মাননীয় মন্ত্রী (তথ্যমন্ত্রী) হাসানুল হক ইনু সাহেবকে ইনু ভাই হিসাবে সম্মোধন করছেনে। যা আমি মনে করি আপত্তিজনক। মাননীয় মন্ত্রীবর্গ ও সাংবিধানিক শীর্ষ পদে আসীন ব্যক্তি, জনসম্মুখে কারো ভাই বা বন্ধু হসিাবে সম্মোধন হওয়াটা উচিৎ না /শিষ্টচার পরিপন্থি । কতপিয় ওভার র্স্মাট উপস্থাপকের এহনে উপস্থাপনা পীড়াদায়ক বটে । মানরীয় মন্ত্রী (তথ্যমন্ত্রী) হাসানুল হক ইনু সাহেব-এর উচৎি হবে টেলিভিশিনের অনুষ্ঠানে রাষ্ট্রিয় উচ্চ পদবীগণকে কি ভাবে সম্মেধন করতে হয় সে শিক্ষা নিশ্চিত করা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।