আমাদের কথা খুঁজে নিন

   

এইচপির ১১.৬ ইঞ্চি মাপের এলিটবুক

সম্প্রতি দেশের বাজারে এসেছে এইচপির তৈরি একটি বিশেষ হাইব্রিড ল্যাপটপ। এইচপির ভাষ্য, রিভলভিং চেয়ার যেভাবে ঘোরানো যায় আপনার নোটবুকের ডিসপ্লে অংশটিও চাইলে সেভাবে ঘোরাতে পারবেন। এইচপির তৈরি ‘রিভলভ  ৮১০ জি১’ মডেলের এলিটবুকে এ সুবিধা রয়েছে। অত্যন্ত হালকা-পাতলা বলে এ নোটবুকটিকে এইচপি নাম দিয়েছে বিজনেস আলট্রাবুক বা এলিটবুক। চাইলে এর ডিসপ্লে অংশটি ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যায়।
দেশের বাজারে এ আলট্রাবুক বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। বিপণনকারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে ‘রিভলভ ৮১০ জি১’ মডেলের এলিটবুকটির দাম এক লাখ ৩৮ হাজার টাকা।
১১.৬ ইঞ্চি মাপের হাই ডেফিনেশন (এইচডি) ডিসপ্লে সুবিধার ল্যাপটপটিতে রয়েছে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম, আট গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ১২৮ গিগাবাইট এসএসডি ও ইনটেলের তৃতীয় প্রজন্মের কোর আই৫ প্রসেসর।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।