বাধা মানিনা
প্রতি বছরের ন্যায় বরাবর এ বছরও মানিবুকার্স (স্ক্রিল) আবারও তার গ্রাহদের একাউন্ট থেকে কিছু না জানিয়েই কোন এক অজানা কারনে মাত্রাতিরিক্ত ডলার কেটে রাখছে।
গতবছর ডিসেম্বর-জানুয়ারীতেও ঠিক এমনি করে অনেকেরই অজানা ক্লস দেখিয়ে কারো কারো ৩০ ডলার পর্যন্ত কেটে রেখেছিল মানিবুকার্স। কেউ কেউ মেইল করে এর কারন জানতে চাইলে মা.বু জানিয়েছিল মিডিয়া ব্যাংন্ক মাবু থেকে বাৎসরিক একটা সার্ভিস চার্জ কাটে। সেই ডলারটা মা.বু. তাদের ক্লায়েন্টদের একাউন্ট থেকেই ট্রান্জিক্শনের সময় কেটে নেয়। এবারও মনে হয় সেটাই ঘটছে।
তার মানে জানুয়ারী-২০১৪ পর্যন্ত ডাইরেক্ট সেল করে দেওয়াই নিরাপদ।
আবার বেশী বেশী ডলার অন্য কারো মা.বু. একাউন্টের ট্রান্সফার করলে একাউন্ট টার্মিনেট করে দেয়। একাউন্ট ব্যাংন্ক ভেরিফাইড করা থাকলে কারো কাছে সেল করলে তখন আর স্ক্রিল একাউন্ট টার্মিনেট হওয়ার সম্ভাবনা থাকে না।
অনেকেই ডাচ-বাংলা ব্যাংক-এ ডলার ট্রান্সফার করেন। তাদের ধারণা ডিবিবিএল বুঝি প্রতি বছর তাদের একাউন্ট মেইন্টেনেন্টে বাবদ এই অতিরিক্ত টাকাটা কেটে নেয়।
আসলে ডিবিবিএল ফ্রিল্যান্সারদের একাউন্ট থেকে কখনোই কোন প্রকার চার্জ কাটে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।