অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া! আমাদের দেশে মুক্তপেশাজীবীর সংখ্যা কত?
বলা মুশ্কিল। কয়েকদিন আগে জানাগেল একটি মার্কেটপ্লেসে বাংলাদেশ লোকেশনে রেজিস্টার করেঝে প্রায় দেড় লক্ষ। এই পেশার অনেক সুবিধা। তবে, সবচেয়ে আকর্ষনীয় হল কাজ জানলে, কমিউনিকেশন স্কিল থাকলে কাজের জন্য কোন মামা/চাচার পেছনে দৌড়াইতে হয় না।
বাসায় বসে কাজ করার ব্যাপারতো আছেই।
তো আমাদের দেশে যারা কাজ করেন তাদের সুবিধাগুলো কী? কী ধরনের কাজ তারা করেস? তাদের আলাদা প্ল্যাটপর্ম কি দরকার আছে? এরকম প্রশ্নও আছে।
২০১১ সালে ই-এশিয়াতে আমরা একটি ফ্রিল্যান্সার সমাবেশ করেছি। সেখানে ওডেস্কের ম্যাট কুপার এসেছিলেন। ফিরে গিয়ে তিনি ওডেস্ক থেকে সরাসরি দেশে টাকা আনার একটা কাজ করে দিয়েছেন।
পেপালের কাছে আমাদের কেস তুলে ধরেছেন।
গেল বছরই আমরা ভেবে রেখেছি প্রতিবছরই এই সমাবেশটা করা যায় কিনা। কাজে এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা এই সমাবেশটি রেখেছি।
তবে, এইবারের আয়োজন বড়। সারাদিনের আয়োজন।
ম্যাটতো আসছেনই। সঙ্গে আছে ফ্রিল্যান্সার ডট কম, ইল্যান্স আর ডিজাইন৯৯ এর শীর্ষ নির্বাহীরা। আমাদের যারা সফল তারাতো থাকবেন।
এই উপলক্ষে আমরা একটি জরিপ করছি যা থেকে কিছু বিশেষ তথ্য পাওয়া যাবে। এই জরিপের ফলাফল ব্যবহার করতে পারবেন যারা ফ্রিল্যান্স এবং ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করেন।
এই কারণে সকল ফ্রিল্যান্সারের সহযোগিতাও দরকার।
এইখানে জরিপের প্রশ্নটা পাওয়া যাবে । এর দুইটা অংশ আছে। যারা পূরণ করবেন তারা যেন দুইটাই পুরণ করেন। আমি দেখেছি মাত্র ৬-৮ মিনিট দরকার।
আশাকরি সকলে মিলে আমরা এগিয়ে যেতে পারবো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।