আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল
কখনো পাবেনা তুমি ছায়াহীন রোদের এমন
আর কোন শহরের দেখা।
পৃথিবীর অনন্য পথে ছড়িয়ে ছিটিয়ে থাকা
প্রতিটি বিপরীত শব্দের মতন।
আমাদেরো আজ শুধু প্রথম ভালোবাসা শেষে
অনাগত নিখাদ ঘৃণা, দীর্ঘশ্বাস।
এখন হয়তো তুমি দেয়ালের নীল খসে আসা চুনে
বৃষ্টির শব্দ ভেবে লুকিয়ে কাঁদো।
আর আমি শীতের বৃদ্ধ চোখে দ্বিতীয় স্বপ্নের খোজে
ব্যস্ত, ভুলে থাকি নিজেকে।
সেই স্বপ্নের নগরী আমিও আর পাবোনা জানি,
ছায়াহীন রোদের আলো গোনা।
আমদের যুগলবন্দী পুরাতন কল্পনা, নষ্ট ঘড়ির মতো
থেমে গেছে সেই কবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।