আমাদের কথা খুঁজে নিন

   

"বাবূ তুমি শান্তিতে থেকো।"

বোকারা ভাবে তারা চালাক, চালাকরা ভাবে তারা চালাক। আসলে সবাই বোকা। বোকার রাজ্যে আমাদের বসবাস
ঢাকা কলেজের ছাত্র ওহিদুর রহমান বাবু অবশেষে সকল যন্ত্রণা শেষ করে না ফেরার দেশে চলে গেলেন। আল্লাহ তাকে পরকালে চির শান্তিতে রাখুন। "বাবূ তুমি শান্তিতে থেকো।

" রোকন টিভি স্ক্রলে এই খবরটা পড়ে মনে মনে এই দোয়া পড়ে চোখ মুছল। রোকন তার স্কুল ফ্রেন্ড। রোকন পারিপার্শ্বিক দারিদ্র্যতার জাঁতাকলে পরে স্কুলের গণ্ডী পেরুতে পারেনি। বাব মারা যান শৈশবে, সংসারের হাল ধরতে হয়েছে কৈশোরে। স্কুলে খুব কাছের বন্ধু ছীলো বাবু আর রোকন।

জীবনের স্রোতস্বিনী নদীতে ভেসে ভেসে কোথায় হাড়িয়ে গেল দুজনে। হঠাৎ করে গত সপ্তাহে টিভিতে দেখল বাবুকে, শাহবাগে আগুনে পুড়ে বার্ন ইউনিটে মৃত্যুর সাথে লড়ছে। রোকন একটা কেমিক্যালের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করে। সকাল বেলা দোকানে গেল, অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও বাবুকে শেষ দেখা দেখতে যেতে পাড়লো না। মন খারাপ করে দোকানে গেল।

দুপুরের দিকে দোকানে মালিকের এক পরিচিত লোক আসলো কিছু কেমিক্যাল কিনতে। রোকন অন্যমনস্ক হয়ে কাজ করছিলো। হঠাৎ কানে আসলো একটি কথা, "বস, টেনশন লন কেন? দলতো ক্ষমতায় আইলো বইলা। বড় ভাই কইছে পোষায়া দিবো। আপনি ম্যানেজ করে লন, সাপ্লাই কয়েকটা দিন বেশী লাগবো।

বুঝেনইতো রোজ কত সাপ্লাই দিতে হয়, পাউডারটা আবার বেশী লাগতাছে। হে হে হে ........." রোকনের কান ঝাঁঝাঁ করে উঠলো, মাথার ভেতরের নিউরনের গভীরে অজানা এক বিস্ফোরণ হয়ে গেল। হাতের কাছে থাকা সালফিউরিক এসিডের গ্যালনটা হাতে নিয়ে পুড়োটা ছূড়ে মারলো লোকটার দিকে, কিছুটা হয়তো মালিকের গায়েও লাগলো। রোকন তখন চিৎকার করছে, কি বলছে কান্না জড়ানো হাহাকারে তা জানা গেলো না। কিন্তু তার চীৎকার হয়তো সপ্ত আকাশ ভেদ করে বাবুর কাছে পৌছে দিতে চাইছে।

থানার আলো আঁধারিতে নিথর হয়ে রোকন বসে আছে। হঠাৎ পুরো থানা কাঁপিয়ে চিৎকার করে উঠলো, "বাবুরে বড় ভূল হইয়া গেছে। আসলটারে মারতে পাড়ি নাইরে। আমারে মাফ কইরা দিস। মন খারাপ করিসনা দোস্তো, আমিও আইতাছি তর কাছে.........
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.