আমাদের কথা খুঁজে নিন

   

শব্দতরঙ্গেই ম্যালওয়্যার সংক্রমণ

প্রযুক্তিসংবাদবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, বিজ্ঞানীদের তৈরি ম্যালওয়্যারটি নেটওয়ার্ক সংযোগ ছাড়াই কম্পিউটারের বিল্ট-ইন স্পিকার এবং মাইক্রোফোন ব্যবহার করে নিকটবর্তী ডিভাইসের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম। শ্রবণাতীত শব্দতরঙ্গ সৃষ্টি করে প্রায় ৬৫ ফুট দূরের কম্পিউটারে ডেটা ট্রান্সফার করতে পারে প্রোটোটাইপ ম্যালওয়্যারটি।
একই সিগনালের পুনরাবৃত্তির মাধ্যমে আশপাশের একাধিক কম্পিউটারে সংক্রমণ ঘটানোর পর ডিভাইসগুলো দিয়ে পুরো একটি ম্যালওয়্যার নেটওয়ার্ক দাঁড় করিয়ে আরও বেশি দূরত্বেও সংক্রমণ ঘটাতে পারবে এটি।
প্রোটোটাইপ ম্যালওয়্যারটি দিয়ে নেটওয়ার্ক সংযোগ ছাড়াই ম্যালওয়্যার সংক্রমণের যে সাম্প্রতিক তত্ত¡ শোনা যাচ্ছিল বলে প্রমাণ করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা তাদের গবেষণায় দুটি লেনোভো টি৪০০ ল্যাপটপ ব্যবহার করেন। ‘রিসার্চ ডিপার্টমেন্ট অফ আন্ডারওয়াটার অ্যাকুস্টিক অ্যান্ড মেরিন জিওফিজিক্স’ -এর তৈরি একটি বিশেষ সফটওয়্যারে পরিবর্তন এনে আর ওপেন-সোর্স ডেভেলপন্টে টুলকিট ব্যবহার করে ম্যালওয়্যারটি বানান তারা। ম্যালওয়্যারটি লেনোভো টি৪০০-এর বিল্ট-ইন স্পিকার আর মাইক্রোফোন ব্যবহার করে ১৯.৭ মিটার (৬৪.৬ ফুট) দূরত্বে  প্রতি সেকেন্ডে ২০ বাইট ডেটা ট্রান্সফার করতে সক্ষম হয়।
ডেটা ট্রান্সফার রেট অনেক কম হলেও এধরনের ম্যালওয়্যারের ব্যাপারে সাবধান করে দিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে এ ধরণের ম্যালওয়্যারের সঙ্গে কিলগার যোগ করে সহজেই কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য, ব্যবহারকারীর আইডি-পাসওয়ার্ড ইত্যাদি চুরি করতে পারবে একজন হ্যাকার।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.