কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড সম্ভাবনাময় এক বাদামী মাস্তুলে দুঃখের জটলা আজ চর জেগেছে নিঝুম রাতের প্রথম আড্ডায়, তারপর সারারাত তুমি কার-কার সাথে করেছো বিবাদ, জলের ঝাপটা নিয়ে! থকথকে বিষাদ পুরানো বসতী জুড়ে, ভাঙা ডালে শকুন শুকায় বসে প্রিয় সব ধূমকেতু হারাবে আকাশে, মহানীল অবাক এক বিদির্ণ শূণ্যতায় 'গগণ-চটি' -র মত হাস্যকলরোলে নিভবে বাতাস ঐ দক্ষিণের। তোমার ক্ষতে আমি স্যাভলন ঢেলে, তোমার পথের নিম-চারা গাছ ভেঙে লক্ষীপেঁচার ডিম চুরি করার মোহ এই মাঝরাতে আমাকে ঘুমুতে দেবেনা আর কাঁধে তীর অস্হির এক মানুষ আমায় ঠিকঠাক ফাঁদে ফেলবে জানি যেমন আমি মগডালে উঠে তোমার দিকে তাকিয়ে আজ রাতে হেসেছিলাম অভিমানে, ক্রোধ চেপে! এভাবেই চলে যাবো আমি, শুধু ক্লোদ মনের হলুদ ঊষা খুঁজবে আমায় ভাববে কোথায় সে বাড়তি দু'চোখ, অপলক যে দেখতো আধার কান্নার মত বিযুক্ত পানি, ঠোটে লেগে আছে শুভ্র দামী একফোটা টুপটাপ, সবুজ কাপে তীব্র বিষের ঝাঁঝ সবটুক শুষে চোখ বুজে অবশেষে খুব নিঃশব্দে, ভেবে নেবো পরাজয় শুধুই আমার; আমি মেনেছি তোমার কাছে অন্তিম হার।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।