আমাদের কথা খুঁজে নিন

   

হাসিনার অদক্ষতা জাতির জন্য কমপ্লেক্স সমস্যার সৃস্টি করছে

ইকোনোমিস্ট

২০০৯ সালে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হয়ে, আওয়ামী লীগ থেকে অন্য কেহকে প্রধানমন্ত্রী বানালে দেশের অবস্হা আজ অন্য রকম হতো, ভালো হতো; শেখ হাসিনা একটি ব্যাপারে খেয়াল রাখে, উনার নিজের চেয়ে কোন দক্ষ লোককে পার্টি বা সরকারে রাখেন না: এতে উনার 'জমিদারী মন' ভালো থাকে, কিন্তু জাতিকে এ জন্য গচ্ছা দিতে হয়; আজ যেভাবে মানুষ পুড়ছে, মরছে, ১০০ বিলিয়নের ক্ষয়ক্ষতি হচ্ছে , তা উনার অদক্ষতা ও ভুলের জন্য হচ্ছে। ২০০৯ সালেই গ্রেনেড হ্তয়ার জন্য খালেদা বেগমের জেলে চলে যাবার কথা; ২০০৯ সালেই ৩০/৪০ জন রাজাকারের ফাঁসী কার্যকরী করা সম্ভব ছিল। জেনারেল আজম খান, এক বছরের মাঝে বিচার করে মওদুদীর ফাঁসীর রায় নিয়ে এসেছিল: দক্ষতার দরকার। এবারের কথা ভাবেন, বেগম রওশনকে কেন মন্ত্রীত্ব দেয়া হয়েছিল, উহা জাতির কি কাজে লাগার কথা? এখন বেগম রওশন নেই: কচু পাতার উপর প্রস্রাবের মত: এই আছে, এই নেই! যমুনা গ্রুপের নুরল ইসলাম বাবুলের বউ কি এক সুলতানা উনার নাম, উহাকে কি কাজে ব্যবহার করা সম্ভব, শিবিরের গেরিলা যুদ্ধের কিছু বুঝবে সেই মহিলা? এইসব আবর্জনা জাতির মাথায় তুলে দিলে জাতির কি অবস্হা হওয়ার কথা? আসলে টাই হচ্ছে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.