আমাদের কথা খুঁজে নিন

   

আলিপুর জেলের আবাসন ধসে নিহত ১

দীর্ঘদিন ধরেই বাড়ি সারানোর দাবি জানিয়ে আসছিলেন কর্মীরা। অভিযোগ, সেই দাবিতে কর্ণপাত করেননি কারা এবং পূর্ত দফতরের তাবড় কর্তারা। বৃহস্পতিবার রাতে জেলের সেই কর্মী-আবাসনেরই একাংশ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। গুরুতর জখম হয়েছেন আরও এক প্রৌঢ়া।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের পিছনের দেওয়াল লাগোয়া জেলকর্মীদের আবাসনে একটি বাড়ির দোতলার বারান্দার ছাদ আচমকাই ভেঙে পড়ে।

ওই ফ্ল্যাটের দোতলার বাসিন্দা, জেলকর্মী তোতা শেখ জানিয়েছেন, সেই সময়ে ঘরে তিনি দুই ছেলে মুজিবর এবং মিজানুরকে পড়াচ্ছিলেন। তাঁর স্ত্রী রাবেয়া তুন্নেসা (৩৫) সেই সময়ে বারান্দায় ছিলেন। ছাদ ভেঙে পড়ায় ধ্বংসস্তূপে আটকে পড়েন রাবেয়া। স্থানীয় বাসিন্দারা দৌড়ে এসে তোতা এবং তাঁর দুই ছেলেকে উদ্ধার করলেও রাবেয়াকে বার করে আনতে পারেননি। পরে দমকলকর্মীরা ভাঙা চাঙড় সরিয়ে রাবেয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

একই ভাবে ফ্ল্যাটের অন্য দিকে ভেঙে পড়া ছাদের নীচে আটকে পড়েন পারুল সর্দার (৫৫)। দমকলকর্মীরা পারুল এবং তাঁর স্বামীকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেন। গুরুতর জখম অবস্থায় পারুলকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরে স্থানীয় বাসিন্দারাই জেল কর্তৃপক্ষ, দমকল এবং কলকাতা পুলিশকে খবর দেন।

জেলকর্মীদের অভিযোগ, বহু দিন ধরেই আলিপুর সংশোধনাগার লাগোয়া কর্মী আবাসনগুলির জীর্ণ অবস্থা।

বর্ষার সময়ে বাড়ির মধ্যে জল ঢুকে পড়ে। এখানে-ওখানে বহু বার চাঙড় খসে পড়ার ঘটনাও ঘটেছে। জেলকর্মীদের সংগঠনগুলিরও অভিযোগ, জীর্ণ অবস্থার কারণে এ ধরনের দুর্ঘটনা যে ঘটতে পারে, তা একাধিক বার কারা দফতরকে জানিয়েছিল তারা। কিন্তু সুরাহা হয়নি।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.