প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ওরিয়ন ফার্মার আইপিওতে ব্যাপক সাড়া লক্ষ করা গেছে। প্রতিষ্ঠানটির আইপিওতে আবেদনের প্রথম দিনে হরতাল ছিলো। তবে হরতালের পর আজ এর আইপিওতে বিনিয়োগকারীদের সাড়া আগের দিনের চেয়ে বেড়ে গেছে।
সরেজমিনে শেয়ারনিউজের প্রতিবেদক প্রতিষ্ঠানটির আইপিওতে আবেদন করতে বেশ কয়েকটি ব্যাংকের সামনে বিনিয়োগকারীদের এ ভিড় লক্ষ্য করা গেছে। আবেদন করতে আসা বিনিয়োগকারী আলমগীর হোসেন বলেন, আশার করি মন্দা বাজারে এ প্রতিষ্ঠানটি বাজারে ভালো পারফর্মেন্স করবে।
তিনি বলেন, সম্প্রতি বাজারে আসা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে দেখা যায় তারা বেশ মুনাফা করেছে। আর বাজারে আসা নতুন প্রতিষ্ঠানগুলোর ভালো পারফর্মেন্স এ প্রতিষ্ঠানটিতেও থাকবে এমন আশায় আইপিওতে আবেদন করছি।
বিনিয়োগকারী হাফিজুর রহমান বলেন, দীর্ঘ মন্দায় ব্যাপক লোকসানে রয়েছি। ক্ষতি থেকে কিছুটা বেরিয়ে আসতে আইপিওতে আবেদন করতে এসেছি। যদি আইপিও বিজয়ী হই তবে কিছুটা হলেও ক্ষতি থেকে বের হতে পারবো।
আইসিবি ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির আইপিওতে এ আবেদন করছে।
এর আগে গতকাল ৬ জানুয়ারি থেকে প্রতিষ্ঠানটির আইপিওতে আবেদন শুরু হয়েছে। আবেদন গ্রহণ করা হবে ১০ জানুয়ারি পর্যন্ত। তবে প্রবাসী বাংলাদেশীদের জন্য আবেদনের সুযোগ থাকছে ১৯ জানুয়ারি পর্যন্ত।
প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে ৪ কোটি শেয়ার ছেড়ে ২৪০ কোটি টাকা উত্তোলন করবে।
১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৫০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা এবং ১০০টি শেয়ারে মার্কেট লট।
৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ি প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ৫.৫৭ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ৭৬.৮৭ টাকা (সম্পদ পুর্ণ:মূল্যায়নসহ)। আর সম্পদ পুর্ণ:মূল্যায়ন ব্যতীত শেয়ারপ্রতি সম্পদ ৬১.৪৩ টাকা। প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।