মুক্তি চাই। পাপের ভেলায় ভাসতে চাইনা। পৃথিবীটাকে নিজের মতো করে সাজাতে চাই। ধর্ষণ ঠেকাইতে মইরা (মরিয়া) হয়া গেছে ভারত। কোন ওষুদই কামে লাগতাছেনা। কি মহা-মুসকিল! আর ধর্ষণ করাও অহনে সিগারেটের নিসার মতো অয়া গেছেগা। এ পইয্যন্ত বহুত কিছু করল মাগার কাম অইতাছেনা। এই পইয্যন্ত যেসব পদক্ষেপগুলা নিছে তার কিছু নমুনা দেহেন- ধর্ষণ-প্রতিরোধী অন্তর্বাস! পুলিশের প্রয়োজনীয় প্রশিক্ষণ আর সচেতনতা ধর্ষণ ঠেকাতে মরিচ স্প্রে ধর্ষণ রোধে ওভারকোট নারীদের ঘরের ভেতরেই থাকা উচিৎ ধর্ষণ রোধে হরিয়ানায় এক অঙ্কের টেলিফোন আরো বেশি মহিলা পুলিশ নিয়োগ বয়সসীমা ১৮ থেকে কমিয়ে ১৬ দোষী ব্যক্তির যৌন ক্ষমতা নষ্ট করা হোক ধর্ষণের শাস্তি, মত কংগ্রেসের খাইচেরে... তারপরেও মচ্ছর রক্ত খায় আর মাক্ষি খাওনের উপরে গিয়া বহে! কেইল্যাগা? খিদা লাগে দেইখা খায়! কুনটা খায়? যেটা খুল্লা/উদাম পায় ওইটাইতো খাইবো। নাকি কন? তাইলে আমার মনেকয়, ওভারকোট'ই ঠিক আছে। আপনেরা কি কন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।