আমাদের কথা খুঁজে নিন

   

রোনালাদো অবিশ্বাস্য ফুটবলার: জিদান

এ বছর জাতীয় দল পর্তুগালের হয়ে ১০টি গোল করেছেন রোনালদো। ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে পারফরম্যান্স আরো দুর্দান্ত। রিয়ালের হয়ে শুধু এ মৌসুমেই ২৫টি গোল করেছেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের ফিরতি লেগে রোনালদোর অসাধারণ হ্যাটট্রিকের সুবাদে সুইডেনকে হারিয়ে ব্রাজিল-যাত্রা নিশ্চিত করেছে পর্তুগাল। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ের নায়ক জিদান তো রোনালদোর প্রতিভায় মুগ্ধ।

তিনি বলেন, “পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের হয়ে কী করতে পারে, তা দেখিয়েই যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। তার সম্পর্কে বেশি কথা বলার প্রয়োজন নেই। ” “তাকে নিয়ে অনেক কথা বলা হয়। মাঠে সে যা করে তা এক কথায় অবিশ্বাস্য। সুইডেনের বিপক্ষে সে বলতে গেলে একাই দলকে জিতিয়েছে।

অনেকেই ভেবেছিল পর্তুগাল বিশ্বকাপে খেলতে পারবে না। কিন্তু সে একাই দলকে টেনে তুলেছে। ” বর্তমানে রিয়াল মাদ্রিদের সহকারী কোচের দায়িত্ব পালন করায় ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন জিদান। রোনালদোর পেশাদারিত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জিদান বলেন, “মাদ্রিদে তার পাশে থাকতে পেরে, তার অনুশীলন দেখে এবং তার সঙ্গে সব কিছুতে অংশ নিতে পেরে আমি গর্বিত। ” “সে দারুণ পেশাদার, এক ঘণ্টা আগে অনুশীলনে এসে উপস্থিত হয়।

মাঠে সে যা করে তা তার কঠোর পরিশ্রমের ফসল। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।