আমরা সবাই ইতিহাসের সাক্ষী। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন অনেকেই রয়েছেন যারা নিজেরাই ইতিহাস। বিশ্ব ইতিহাসে এমন মানুষ খুব বেশি আসেননি। সভ্যতার দোহাই দিয়ে শ্বেতাঙ্গরা একসময় যখন বর্ণবাদের ঘূর্ণাবর্তে বিলীন করে চলেছিল মানবতাবাদকে, ঠিক তখনই একজন মানুষ জেগে উঠেছিলেন নিপীড়িত মানুষের পক্ষে। সেই স্বাধিকার আন্দোলন করতে গিয়ে 'সন্ত্রাসী' আখ্যা পেয়েছেন, কারাবাস করেছেন বছরের পর বছর।
শেষ পর্যন্ত মানুষের ভালোবাসায় স্বাধীনতা অর্জনের সঙ্গে সঙ্গে পেয়েছেন দেশ গড়ার সুযোগ। বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার কথা। ফুসফুসের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে জীবন-মৃত্যুর সীমারেখা মুছে দিলেন তিনি। বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাসে কিংবদন্তী দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা বৃহস্পতিবার তার বাড়িতেই শেষ ঘুম ঘুমিয়েছেন। এই বিশ্বনায়ককে নিয়েই রকমারির আজকের আয়োজন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।