"যখন তোমরা একে মুথে মুথে ছড়াচ্ছিলে এবং এমন বিষয় উচ্চারণ করছিলে, যার কোন জ্ঞান তোমাদের ছিল না। তোমরা একে তুচ্ছ মনে করেছিলে, অতচ এটা আল্লাহর কাছে গুরুতর ব্যাপার ছিল।" (সূরা নূর:১৫) অনত্র আল্লাহ বলেন: "যারা পছন্দ করে যে, ঈমনদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জান না। (সূরা নূর:১৯)
আল্লাহপাক আরো বলেন: "অতএব যে ব্যক্তি এক অণু পরিমাণ ভালো কাজ করবে সেদিন তাও সে দেখতে পাবে, ঠিক তেমনি যদি কোন মানুষ অণু পরিমাণ খারাপ কাজ করে তাও সে সেদিন তার চোখের সামনে দেখতে পাবে" (সূরা যিলযাল: আয়াত- ৭,৮)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।