চলতি বছরের অক্টোবর মাসের পুরোটা বাড়িতে কাটানোর পর আবারও এক মাসের জন্য কারামুক্তির অনুমতি পেলেন সঞ্জয়। পুনে শহরের বিভাগীয় কমিশনার কর্তৃক সঞ্জয়ের এই কারামুক্তির আবেদন গৃহীত হয়।
এর আগে ১ অক্টোবর দুই মাসের জন্য চিকিৎসার কারণে কারামুক্তি পেয়েছিলেন সঞ্জয়, পরবর্তীতে এর সময় বাড়িয়ে নেওয়া হয় আরও দুই সপ্তাহ।
দিওয়ালির ঠিক আগে ৩০ অক্টোবর কারাগারে ফিরে যান সঞ্জয়। যাওয়ার আগে সঞ্জয় প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে বলেছিলেন, “আমার পায়ে এখনও কিছুটা সমস্যা রয়েছে, তবে আগের চেয়ে আমি এখন ভালো আছি।
সবাই আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি শীঘ্রই বের হয়ে আসতে পারি। ”
ভারতের কারাগারের নিয়ম অনুযায়ী, বন্দিরা কোনো জরুরি প্রয়োজনে কিংবা তার শাস্তির বিধান অনুযায়ী নির্দিষ্ট সময় কারামুক্তির সুযোগ পান।
১৯৯৩ সালে মুম্বাইতে বোমা হামলার সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে অস্ত্র কেনার মামলায় দোষী সাব্যস্ত হন সঞ্জয়। চলতি বছরের শুরুতে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ভারতের সর্বোচ্চ আদালত। এর মধ্যে ১৮ মাস কারাভোগ করেছেন সঞ্জয়, এখন তিনি বাকি ৪২ মাস কারাভোগ করছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।