আমাদের কথা খুঁজে নিন

   

আই মুরসি মুই এখন বাংলা লিকসের ভয় পাচ্ছি।।

মোবাইলে সাঈদীর আদি রসাত্মক সংলাপ, মিথ্যে প্রমাণে ১ লাখ ডলার পুরস্কার! বাংলানিউজ ॥ মোবাইল ফোনে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আদি রসাত্মক সংলাপ নিয়ে তুমুল আলোচনা চলছে দেশ-বিদেশে। সম্প্রতি এমন কয়েকটি অডিও ক্লিপ ইন্টারনেটে ছেড়েছে বাংলা লিকস্ নামে ইন্টারনেটভিত্তিক এক সংগঠন। শুক্রবার রাতে অনলাইন ডেইলি বাংলানিউজের কাছেও এমন বেশ কয়েকটি অডিও ক্লিপ পাঠিয়েছে তারা। জামায়াতের পক্ষ থেকে এসব ক্লিপকে নকল বলে উড়িয়ে দেয়ার চেষ্টা করা হলেও প্রকাশিত সব ক্লিপকে আসল দাবি করে প্রকাশকারীরা বলছে, এমন আরও ক্লিপ আছে তাদের হাতে। শীঘ্রই সেগুলো প্রকাশ করা হবে।

এমনকি প্রকাশিত ক্লিপ কেউ ভুয়া প্রমাণ করতে পারলে তাকে এক লাখ মার্কিন ডলার পুরস্কার দেয়ারও ওপেন চালেঞ্জ ছঁড়েছে বাংলা লিকস্। এসব টেপে একাধিক নারীর সঙ্গে সাঈদীর অশ্লীল, আদি রসাত্মক ও কুরুচিপূর্ণ সংলাপ রয়েছে। যদিও এসব বিষয়ে যোগাযোগ করা হলে জামায়াতের শীর্ষ নেতারা বলছেন, এমন অডিও টেপ কেউ বের করলে তা হবে অপপ্রচার। জামায়াত নেতাদের অনেকেই এসব অডিও শোনেননি। শিবিরের একাধিক কেন্দ্রীয় নেতা দাবি করছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একজন ব্লগার এটা নেটে ছেড়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে শিবিরের কেন্দ্রীয় কমিটির একজন নেতা বাংলানিউজকে বলেন, ‘বিতর্কিত স্কাইপি সংলাপের পর সাঈদীকে একজন খারাপ মানুষ হিসেবে তুলে ধরতে এ অডিও টেপ বানানো হয়েছে। এমনকি কে বা কারা এমন অডিও ক্লিপস বাজারে ছাড়ছে তা চিহ্নিত করা গেছে বলেও দাবি তুলছে জামায়াত-শিবির। এ অডিও ক্লিপসটি ব্লগার অমি রহমান পিয়াল সাঈদীর সেক্সটেপ বলে বাজারে ছেড়েছেন বলে অভিযোগ তুলছেন তাঁরা। কিন্তু এ অভিযোগ অস্বীকার করে অমি রহমান পিয়াল বাংলানিউজকে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যাচার। ফেসবুকে আমার ছবি দিয়ে সেখানে বাড়তি টেক্সট জুড়ে দেয়া হয়েছে।

বিস্ময় প্রকাশ করে পিয়াল বলেন, ‘আমি নাকি সাঈদীর অডিও টেপ সফটওয়্যারের মাধ্যমে তৈরি করে বাজারে ছেড়েছি। প্রতিক্রিয়াশীলগোষ্ঠী এ রকম একটা ঘৃণ্য ও মিথ্যে অভিযোগের মাধ্যমে আমার ও আমার পরিবারকে চরম নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিচ্ছে। সাঈদীর পক্ষে সামাজিক যোগাযোগের সাইটে অন্যতম প্রচারকারী সরওয়ার ইসলাম বাংলানিউজকে বলেন, কম্পিউটারে ভয়েস চেঞ্জারের মাধ্যমে সাঈদীর কণ্ঠস্বর নকল করা হয়েছে। কম্পিউটারে ভয়েস অপশনে নয়েজ কমানো, ইকো সংযোজনা, ব্যাকগ্রাউন্ড সংযোজন, কথার গতি কমানো-বাড়ানো করে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে সাঈদীর কণ্ঠস্বরের মতো করা হয়েছে। তবে এমন যুক্তির সঙ্গে দ্বিমত রয়েছে আইটি বিশেষজ্ঞদের সফটওয়্যার নির্মাতা ও কম্পিউটার প্রকৌশলী হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, নির্দিষ্ট কোন ব্যক্তির কণ্ঠস্বর আরেকজনের মতো করার কোন প্রযুক্তি বিশ্বে এখনও নেই।

ভয়েস চেঞ্জার অপশনের মাধ্যমে পিচ কমিয়ে বা বাড়িয়ে কোন কণ্ঠকে মেয়েলি বা পুরুষালি ও হিজড়াদের মতো করা যায়। এটা ব্যবহার করা হয় কারও কণ্ঠ যেন শনাক্ত করা না যায়। কিন্তু নির্দিষ্ট একজনের কণ্ঠ তা করা সম্ভব নয়। এমন যদি করা যেত তাহলে বিশ্বের খ্যাতনামা অভিনেতা গায়কদের কণ্ঠস্বর বিকৃত করে অনেক কিছুই করা হতো। বিশেষজ্ঞদের মত, ডিকটেটিং ও ভয়েস রিকগানাইজিং সফটওয়্যার, ভয়েস ইমিটেটর, মিমিকরি এবং স্পিচ এডিটিংয়ের মাধ্যমে কণ্ঠস্বর পরিবর্তন করা গেলেও একজনের কণ্ঠ আরেকজনের মতো করা যায় না।

এর নজির বিশ্বের এখনও নেই। বাংলা লিকসের চ্যালেঞ্জ ॥ এ অডিও ক্লিপ যাঁরা নকল মনে করছেন তাঁদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলা লিকস । সংগঠনটির দাবি, এ কণ্ঠস্বর যে সাঈদীর তার পর্যাপ্ত প্রমাণ রয়েছে। যদি কেউ এসব ক্লিপ মিথ্যা প্রমাণ করতে পারে তাহলে তাকে এক লাখ ইউএস ডলার পুরস্কার দেয়া হবে । বাংলা লিকস্্ দাবি করে, যারা শুনবেন সবাই যেন ক্রমানুসারে সব প্রকাশনা শোনেন।

এ টিমে কাজ করা এক সদস্য বাংলানিউজকে বলেন, এ ক্লিপ যাঁরা অবিশ্বাস করছেন, তারা ২-১টি শুনেই মন্তব্যে বসে যান যে, আমরা কোন ফেরেশতার নাম নিয়ে বদনাম রটাচ্ছি। তাদের দাবি এগুলো নাকি ফেক, কণ্ঠ নকল করে বানানো। যদি তাই হয় তাহলে অবিশ্বাসকারীদের অনুরোধ করব, যে কোন বিখ্যাত একজনের সঙ্গে অন্য যে কারও কথোপকথনের একটি উদাহরণ প্রকাশ করুন। আমরা অধীর আগ্রহে আপনার প্রকাশনাটি গ্রহণ করব। অনুসন্ধানে জানা গেছে, বাংলা লিকস টিমে বিশ্বের ৮টি দেশ থেকে সর্বমোট ২৪ সদস্য কাজ করছে।

শীঘ্রই তারা সাঈদীর সংলাপ দাবি করে আরও কয়েকটি অডিও ক্লিপ ইন্টারনেটে ছাড়বে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।