আমি আমার দেশকে ভালোবাসি। তাই দেশের জন্য কিছু করবো
1.আশ্শালামুআলা্য়কুম,
আজ আমি আপনাদের দেখাবো কেমন করে captcha typers এ captcha সলভ করে আয় করবেন। এর আগেও আমি একটি পোস্ট করেছিলাম এই বিষয় এর ওপর কিন্তু সেই পোস্টে যেই সাইট দিয়েছিলাম সেই সাইট এর পেমেন্ট রেট খুবই কম ।
আজ আমি আপনাদের একটি সাইট এর সাথে পরিচয় করিয়ে দেব যারা খুব ভালো পেমেন্ট দেয়। সাইটির নাম হচ্ছে captchatypers.সাইটি তে যেতে এইখানে গুতা মারুন ।
পথমে বলে রাখি এই সাইটে রেজিস্টার করার কোনো অপশন নাই। এই খানে কাজ করতে হলে admin panel কিনতে হত। কিন্তু আমি আজ আপনাদের admin panel দিব ফ্রী তে।
admin panel ফ্রী তে নিতে এ আপনাদের একটি মেইল করতে হবে। মেইল টা সাজিয়ে গুছিয়ে লেখা ভালো।
আপনাদের সুবিধার জন্য একটি মেইল তৈরী করে দিলাম সুধু কপি পেস্ট মারবেন
মেইল দেওয়া শেষ হলে ১ বা ২ দিন এর মধ্যে এরা আপনাকে inform করবে।
captchatypers এর ব্যাহার বিধি আনেক বড় ,পোস্ট এ লিখতে গেলে সারাদিন লাগবে। তাই আমি সাহেদ নামক এক ভদ্র ব্যাক্তির ভিডিও tutorial দিলাম।
বিদ্র:এই ভিডিও টিউটোরিয়াল টির মালিক আমি নয়। দয়া করে আজে বাজে মন্তব্য করবেন না।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।