আমাদের কথা খুঁজে নিন

   

Awesome answer of 3 questions (Does God exist ? , What is Predestination? , Devil and Hell ?)-

দিন দূরে নয় আমার আত্মা উড়বে সেই দিন উধ্বাকাশে অনেক কিছু জানব সেদিন যা জানিনা এই নিবাসে। এইটি একটি অসাধারণ নোট শেয়ার করলে কৃতজ্ঞ থাকব একজন যুবক লোক বিদেশে গিয়েছে পড়ালেখা করতে সে ফিরে তার বাবা মা কে বলে আমাকে একজন ধার্মিক স্কলার খুঁজে দিন অথবা কোন এক্সপার্ট লোক যে আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে। যথারীতি তার বাবা মা একজন মুসলিম স্কলার কে খুঁজে দিল। যুবক লোকঃ আপনি কে? আপনি কি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন? স্কলারঃ আমি আল্লাহর বান্দা এবং ইনশাল্লাহ { যদি আল্লাহ চান} আমি তোমার প্রশ্নের উত্তর দিতে সমর্থ হব। যুবক লোকটিঃআপনি কি নিশ্চিত অনেক প্রফেসর অ এক্সপার্টরা আমার প্রশ্নের উত্তর দিতে পারে নি ? স্কলারঃ আমি আমার সরবোচ্চ চেষ্টা করব।

আল্লহর সাহায্যে যুবক লোকটিঃ আমার তিনটা প্রশ্ন আছে স্রষ্টার অস্তিত্ব কি বিদ্যমান? যদি তিনি থাকেন আমায় দেখান তাকদির ইহা আবার কি? {ভাগ্য/(fate/predestination)? যদি শয়তান আগুন থেকে সৃষ্টি হ্য় তবে কেন আবার তাকে শেষে আগুনে নিক্ষেপ করা হবে? মহান স্রস্টা কি এর বিষয় চিন্তা করেননি? হঠাৎ স্কলারটি যুবক লোকটিকে মুখে থাপ্পড় মারল। যুবক লোক {ব্যথা অনুভব করছে}ঃ আপনি কেন আমার প্রতি রাগান্বিত হলেন? স্কলারঃ আমি রাগান্বিত হইনি। এই থাপ্পড়ই তোমার তিনটি প্রশ্নের উত্তর। যুবক লোকঃআমি সত্যিই কিছু বুঝলাম না। ।

স্কলার; আমার থাপ্পড়ের পর তুমি কি অনুভব করলে? যুবক লোকঃ অবশ্যই আমি ব্যথা অনুভব করেছি। স্কলারঃ এতএব তুমি কি ব্যথার অস্তিত্ব অনুভব কর? যুবক লোকটিঃ হ্যাঁ স্কলারঃ ব্যথা দেখতে কেমন আমায় দেখাউ যুবক লোকটিঃ আমি পারব না। স্কলারঃ এটা আমার প্রথম উত্তর। আমরা সবাই স্রস্টাকে দেখা বিহীন তার অস্তিত্ব অনুভব করি । আচ্ছা তুমি কি গতরাতে স্বপ্ন দেখেছো তুমি আমার হাতে তুমি থাপ্পড় খাবে? যুবক লোকটিঃ না।

স্কলারঃ তুমি কি কখনও চিন্তা করেছো যে আজ তুমি আমার হাতে থাপ্পড় খাবে? যুবক লোকটিঃ না। স্কলারঃ ইহাই তাকদির বা ভাগ্য আমার দ্বিতীয় উত্তর আচ্ছা আমার হাত যা আমি তোমাকে থাপ্পড় মারতে ব্যবহার করেছি তা কি দিয়ে তৈরি ? যুবক লোকটিঃ এটা মাংস বা পেশী দিয়ে তৈরি স্কলারঃ তোমার ত্বক ইহা কি দিয়ে তৈরি? যুবক লোকটিঃ এটাও পেশী বা মাংস দিয়ে তৈরি। স্কলারঃ আমার থাপ্পড়ের পর কিভাবে তুমি ব্যথা অনুভব করলে? যুবকঃ ব্যথায় স্কলারঃইহাই তা। এটি আমার তৃতীয় উত্তর, এমনকি যদিও শয়তান আগুন দিয়ে তৈরি এবং জাহান্নামও আগুন দিয়ে তৈরি, যদি আল্লাহ চান ,ইনশাল্লাহ জাহান্নাম শয়তানের জন্য আর কষ্টের বা ব্যথা জনক স্থান হয়ে উঠবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।