আমাদের কথা খুঁজে নিন

   

Andriod মজা [পর্ব-১০] :: আপনার পছন্দের Apps এর আইকনের মধ্যে দিয়ে দিন আপনার ছবি

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। নোকিয়া তে আমরা সবাই জানি কিভাবে  Software  এর আইকনের মধ্যে নিজের ছবি বসিয়ে তে হয় তা আমরা সবাই কম বেশি জানি, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এন্ড্রোয়েড ফোনের Apps এর আইকনের মধ্যে নিজের ছবি কিভাবে লাগাতে হয় তার নিয়ম। প্রথমে এখান থেকে Icon Changer Apps টি ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করে চালু করুন।


তাহলে নিচের মত আসবে।

Click icon to make a shortcut এর উপরের ছবির উপর ক্লিক করুন তাহলে নিচের মত আসবে। এখানে আপনার ইন্সটল করা Apps গুলো দেখা যাবে, এবার আপনি যে Apps এর আইকন Change করবেন সে Apps এর উপর ক্লিক করুন আমি আমার Apps এর মধ্যে বাংলা ডিকশনারী Apps এর আইনন পরিবর্তন করব তাই Bangla Dictionary ক্লিক করেছি, আপনি আপনার মত Apps এর উপর ক্লিক করুন। এবার Change বাটনে ক্লিক করে নিজের মত ছবি দিয়ে দিন তারপর Title এ আপনার Apps এর টাইটেল দিন। সবশেষ Ok বাটনে ক্লিক করুন ।


ব্যাস হয়ে গেল নিজের ইচ্ছামত Apps এর আইকন!! আর বন্ধুকে দেখিয়ে চমক লাগিয়ে দিন। ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.