প্রতিটি শিশুই সুন্দর, কিন্তু সুন্দর চোখের অভাবে আমরা তা দেখতে পাইনা। আপনার সামনে কখনো কোন শিশু খাবারের জন্য হাত পাতলে তাকে দয়া করে ফিরিয়ে দিবেন না। ধমক দিবেন না। ওর দিকে একটু মমতার হাত বাড়িয়ে দিন। দেখবেন ওর মুখে কি দারুন হাসি।
আর আপনি পাবেন নির্মল আনন্দ
১/ মামা ডাকে মামা বলে, মাও বলে তাই।
ছেলে ডাকে মামা বলে, বাবাও বলে তাই।
২/ যতটা টানে ততটা কমে, বলতে পার তার মানে?
৩/ গাছের নাম মগুর মাছা, এক এক ডালে এক এক পাতা,
গোড়ায় ধরে ফল। এতো মজার ফলরে ভাই, এতো মজার ফল।
৪/ কোন পাখির ডিম নাই, বল দেখি ভাই?
৫/ সকালে জন্মলাভ বিকালে মরণ, তার অভাবে সর্বজীবের বিফল জীবন?
৬/ ঢোকে না ঢোকাও কেন পরের মেয়ে কাদাও!
যা ভাবছ তা কিন্তু নয়।
৭/ ফুটোর মধ্যে ঢুকিয়ে নাড়াচাড়া করে,
কখনো বাজে কখনো খুলে, থাকে সব ঘরে?
৮/ পাখা নাই উড়ে চলে, সুখ নাই ডাকে।
বুক চিরে আলো ছুটে, চিনে সবাই তাকে।
৯/ এক হাত গাছটা, ফল ধরে পাঁচটা?
১০/ অল্পদিলে ভাললাগেনা বেশি দিলে বিষ,
স্বাশুরী বলে বউকে আন্দাজ মত দিস।
১১/ বিয়ের সময় দাদা দেয় একবার সারা জীবন বৌদি দেয় বার বার।
১২/ বিনা সুতায় মোহত মালা, কেই দেখে না তারে।
ইহার নাম নিঠুর ধারা ছারখার করে ছারে।
১৩/ হাত নাই পা নাই পিঠ দিয়ে চলে, রাত দিন জলে থাকে।
১৪/ তেল চুকচুক পাতা, ফলের উপর কাঁটা,
পাকলে হয় মধুর মত, বিচি গোটা গোটা।
১৫/ চার অক্ষরে নাম তার দাওনা একটু বলে,
প্রথম দুইটি অক্ষর বাদ দিলে বিয়ে করতে চলে।
১৬/ ঘসা দিলে মিটে আসা, নইলে পরে সব নিরাশা।
১৭/ দেখিতে আশ্চর্য বড়, মা ছোট তার ছেলে বড়।
১৮/ ফুটোর মধ্যে দিয়ে ফাটা, নড়েচড়ে পরে আঠা।
কালিদাস পণ্ডিতে কয় যা বুঝেছ তা নয়।
১৯/ মেয়ে লোকের হাতে নাচে, সাতশত মুখ তার আছে।
২০/ দুই ঠেং ছড়াইয়া, মাঝে দিল ভরিয়া, আপন কাজ করিয়া, পরে দেয় ছাড়িয়া
কালিদাস পণ্ডিতে কয় যাহা বাবছ তা কিন্তু নয়।
২১/ যতটা টানে ততটা কমে, বলতে পার তার মানে?
২২/ এমন এক জিনিস সর্বলোকে খায়,
ছোট ছোট ছেলে-মেয়ে খেলে পরে মায়ের কাছে যায়।
বৃদ্ধ লোকে খেলে পরে মাথায় হাত দেয়,
যুবক-যুবতীরা খেলে পরে এদিক ওদিক তাকায়।
২৩/ ঘরের ভেতর ঘর, তার ভেতর কন্যে আর বর।
২৪/ হাত আছে পা নেই মাথা তার কাটা,
আস্তা মানুষ গিলে খায় বুক তার ফাটা।
২৫/ তিন অক্ষরে নাম তার সর্বলোকে খায়,
প্রথম অক্ষর বাদ দিলে মেয়ে লোকের হাতে যায়।
২৬/ যত কাটিবে তত বাড়িবে, ওটা কি তা বলতে পারিবে।
২৭/ এটার ভিতর ওটা দিয়া দু’জনে রইল শুইয়া,
বাইরের লোক যত ঠেলে, মুখটি মোটে নাহি খুলে।
২৮/ রাতে আসে রাতে যায়, চোরও না বাঘও না মানুষ খায় গরুও খায়।
২৯/ পাঁচ ব্যাটায় ধরে বএিশ ব্যাটায় করে, এক ব্যাটায় ধাক্কায় নেয় ঘরে।
৩০/ চিত করে ফেলে উপুর করে, এমন করা করে গহনা শুদ্ধ নড়ে,
যা ভাবছেন তা কিন্তু নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।