ধাঁধা-১৮৬ এক কুড়ি বার ভাই এক ঘরেতে থাকে, সকল ভাইয়ের এক নাম একই নামে ডাকে। দুইবার জন্মে ছেলে বিনা বাপ মায় মরলে ছেলে বন্ধু বলে হাসি উড়ায়। ধাঁধা-১৮৭ শুড় দিয়ে করি কাজ নই আমি হাতী পরের উপকার করি তবু খাই লাথি। ধাঁধা-১৮৮ চার অক্ষরে ফল, তাতে ভরা রস প্রথম দুইতে আরেক ফল, তেমনই সরস। শেষের দুই ইংরেজি ডিকশনারিতে মেলে, মাঝের দুই ছাড়লেই টেনে নেয় জেলে। ধাঁধা-১৮৯ তিন বর্ণের সুখ, মানুষের অতি প্রিয় শেষ কাটলেই কিন্তু দৌড়ে পালিও। পেট যদি কাটো, তবে অভাব বুঝায়। কিংবা উড়ালে গলা, জলে ভেসে যায়। ধাঁধা-১৯০ এমন কোন জায়গা আছে বুধবার যেখানে মঙ্গলবারের আগে আসে? আগের পর্ব
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।