আমাদের কথা খুঁজে নিন

   

গেন্দু মিয়া/অনুপম অনুষঙ্গ/শাফিক আফতাব - দয়া করে অফ যান !!

আমি নীল, আমি কালো, আমি মন্দ হয়েও ভালো

এই মুহূর্তে (৮ টা ১৬ মিনিট) প্রথম পাতায় "অনুপম অনুষঙ্গ"র দুটি পোস্ট দেখা যাচ্ছে। দুপুরে যখন ব্লগে লগইন করলাম তখন ওনার অন্য দুটি পোস্ট প্রথম পাতায় ছিলো। আজ ৮ ডিসেম্বর ওনার সর্বমোট প্রকাশিত পোস্ট সংখ্যা ৫ টি। - শিশুর মতোন আগলে রাখো প্রেম - সৌন্দর্যের ঝাঁঝ - বেশ্যার বিশ্ব - অন্তর্গত অনুভবে উপভোগ করি - ভালোবাসার জন্য জীবন ফুরিয়ে যায় নভেম্বর মাসে ওনার প্রকাশিত পোস্ট সংখ্যা ৮৯ টি। অক্টোবর,২০১৩ তে মোট প্রকাশিত পোস্ট ৭৪ টি। ভদ্রলোকের এভাবে প্রথম পাতায় ফ্লাডিং এর কারণে হারিয়ে যাচ্ছে মানসম্পন্ন লেখা গুলো। গেন্দু মিয়া/অনুপম অনুষঙ্গ/শাফিক আফতাব - দয়া করে অফ যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।