আমি কি বাংলাদেশী না বাঙালী .................... ফেসবুকের কোন এক হিন্দুধমের বন্ধুর ওয়াল পোষ্টে বি. এস এফ কর্তৃক ২০১২ সালে ২৬৭ জন এবং ৪ জানুয়ারী ২০১৩ পর্যন্ত ৪ জন বাংলাদেশী বিএসএফ এর গুলিতে নিহত এবং নতুন বৎসরে বাংলাদেশী ভাইদের প্রতি তাদের বর্ডারগার্ড এর মাধমে নববর্ষ গিফট ৪ দিনে ৪ জন খুন, ১৫ কোটি বাংলাদেশীর সাথে আচার আচরন, মায়ের ভাষার সাথে তাল মিলিয়ে পশ্চিম বঙ্গের বাংলাভাষা ভাষির প্রতি একটি অভিমান ছিল এরকম, ১০০ কোটির সাথে রাজনীতি করতে গিয়ে মায়ের ভাষায় কথা বলা আরেকটি দেশের প্রতি সহানুভুতি প্রকাশের সময় বা মানষিকতা থাকা না থাকা ................একদিন পর মমতাদি কংগ্রেসকে বলতে ছাড়েনি, কেন হবে এরকম ঘটনা তাও একই ভাষার প্রতিবেশী । অবশ্য প্রাক্তন বাংলাদেশী প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দেজা চৌধুরী বিষয়টি টক শো তে টেগ করেছিলেন। দিদি তোমায় গালগোলাপে মাখা যত শ্রদ্ধা , লাল গালিচায় সেলাম । দিদিকে অনুরোধ যাতে ১৫ কোটির প্রতি তার দৃষ্টি, চিন্তা আর সুচিন্তিত স্নেহ টা সব সময় পাবো । কৃতঞ্জতা সালাম এক কলমে আকতে শেখা বিবেক বুদ্ধি, আর হাটতে পাড়া এক চোখ বুজে থাকা অন্ধর মমতামাখা অন্তরের ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।