কুয়াশার মত জীবন আমার... এই আছি তো এই নাই !!
আমাদের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়টি প্রাইভেট হলেও এখানে আমরা বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে পড়তে আসি । বিভিন্ন স্কলারশিপের সুযোগ দিয়ে মধ্যবিত্তদের জন্যে সেমিস্টার ফি দেবার ব্যাপারটা অনেকটুকুন সহজ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
আমাদের এই মধ্যবিত্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এক ভাই ফেরদৌস হোসাইন বাধন (2011-3-60-014) গত কয়েকমাস ধরে দুরারোগ্য কিডনী রোগে ভুগছেন । চিকিৎসার জন্যে মাসে প্রায় সাত লক্ষ টাকা প্রয়োজন, এবং কিডনি ট্রান্সপ্লান্টের জন্যে প্রয়োজন প্রায় ১৭ লক্ষ টাকা । এই এতগুলো টাকা খরচ করে চিকিৎসার করা একটা মধ্যবিত্ত পরিবারের জন্যে যে কিরকম একটা ভয়াবহ ব্যাপার এটা আমরা সবাই জানি ।
আমাদের ভার্সিটিতে আমরা প্রায় ৯ হাজার ছাত্র ছাত্রি পড়ি, এর থেকে যদি ৭ হাজার স্টুডেন্টও তাদের পকেট খরচের টাকা থেকে ১০০ টাকা করে দেন তাহলে আমরা ৭ লক্ষ টাকা যোগার করতে পারব, যেটা অনেক বিশাল একটা ব্যাপার । দুপুরবেলা অনেকেই বন্ধু বান্ধব সবাই মিলে কত কি খাই, এক-দেড়শ টাকা খরচ হয়েই যায় । একদিন লাঞ্চের টাকা আমরা আমাদের ভাইটার জন্যে দিয়ে দিতেই পারি, কত বেলা না খেয়ে থাকি, আর একটা বেলায় নিশ্চয়ই মরে যাব না ।
আমার, আমাদের, অন্যান্য অনেকের ফেসবুক বন্ধু তালিকায়, আমাদের ব্যাক্তিগতভাবে পরিচিত অনেক সামর্থ্যবান ব্যাক্তি আছেন, যারা চাইলেই হয়ত তাদের সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়ে দিতে পারেন ।
প্লিজ ভাই প্লিজ, আমাদের এই ভাইটাকে আরও একবার নতুন করে বাঁচতে সাহায্য করুন ।
সাহায্যের জন্য -
বিকাশ নাম্বার : ০১৬৭৫৮৩৩১২১
ব্যাংক অ্যাকাউন্ট : ০০১২২০০০২৭৩৬৯
ব্যাংক অ্যাকাউন্ট নাম : ফিরোজা বেগম
ব্যাংক : Fast Security Bank
For more info:
Asadujjaman (01823105205)
Shekhor (01684334772)
Sajeeb Khan (01680311199)
Iearul Abid (01755554890)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।