আমাদের কথা খুঁজে নিন

   

ভিভের রেকর্ড ভেঙে 'বিব্রত' আমলা

রোববার ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শতক করার পথে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ভিভ রিচার্ডসের সবচেয়ে কম ইনিংসে ৪ হাজার রানের রেকর্ড।
ওয়ানডেতে এই মাইলফলকে পৌঁছতে ভিভের লেগেছিল ৮৮ ইনিংস। আর আমলার লেগেছে তার চেয়েও সাত ইনিংস কম, ৮১টি।
এর আগে সবচেয়ে কম ইনিংস খেলে ২ হাজার ও ৩ হাজার রান করার রেকর্ডও ভেঙেছিলেন তিনি।
বিনয়ী আমলা নিজের রেকর্ড নিয়ে যতটা বিব্রত ঠিক ততটাই উচ্ছ্বসিত উদ্বোধনী জুটিতে তার সঙ্গী কুইনটন ডি কককে নিয়ে।

টানা দ্বিতীয় শতক পাওয়া এই ব্যাটসম্যানের সঙ্গে টানা দ্বিতীয় ইনিংসে দেড়শ' রানের জুটি গড়েন তিনি। ওয়ানডে ক্রিকেটে এটি মাত্র দ্বিতীয় নজির।
ম্যাচের পর আমলা বলেন, “আমি কিছুটা বিব্রত কারণ স্যার ভিভ রিচার্ডসই ‘মাস্টার ব্লাস্টার’, সত্যিকারের ব্যাটিং ‘গ্রেট’। অন্য যে কারোর চেয়ে এই রেকর্ড তারই প্রাপ্য। তার সঙ্গে আমার অল্প কয়েকবার দেখা হয়েছে, তাই এটা আরো বেশি বিব্রতকর।

তার এগিয়ে থাকাটাই মানানসই হতো। ”
রিচার্ডসের রেকর্ড ২৮ বছর ঠিকলেও নিজের রেকর্ড কতদিন টিকবে তা নিয়ে সন্দেহ আছে আমলার।
“এখন প্রচুর ওয়ানডে ম্যাচ হয়। কোনো সন্দেহ নেই অন্য কেউ উঠে আসবে এবং রেকর্ড ভাঙবে। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.