'রেকিং বল' ভিডিওটি সামাজিক যোগাযোগ ইউটিউবের মাধ্যম এবছর সেরা হয়েছেন আমেরিকান পপগায়িকা মিলি সাইরাস। চলতি বছরে নির্মাণ করা এ ভিডিওটি ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা হয়েছে।
সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউটিউবে ভিডিওটি মোট দেখা হয়েছে ৩৭ কোটি ১০ লাখ বার এবং এই সংখ্যা খুব দ্রুত বাড়ছে। ইউটিউবের ইতিহাসে সবচেয়ে দ্রুত ১০ কোটির মাত্রা ছাড়িয়েছে মিলির এই ভিডিওটি। টেরি রিচার্ডসনের পরিচালনায় ভিডিওটি মুক্তি পাওয়ার প্রথম দিনেই মোট এক কোটি ৯৩ লাখ বার দেখা হয়। সবচেয়ে বেশি দেখা ইউটিউব ভিডিওর এই তালিকায় দ্বিতীয় নম্বরেও রয়েছেন মিলি সাইরাস। তার আরেকটি ভিডিও ‘উই কান্ট স্টপ’ দেখা হয়েছে ৩১ কোটি বার।
এই তালিকায় তিন নম্বরে স্থান পেয়েছে মিলি সাইরাসের ‘উইল আই অ্যাম’ ও ব্রিটনি স্পিয়ার্সের ভিডিও ‘স্ক্রিম অ্যান্ড শাউট’। এর পরেই আছে রিয়ান্নার ‘ডায়মন্ড’, কেটি পেরির ‘রোর’ও পিঙ্কের ‘জাস্ট গিভ মি এ রিজন’ ভিডিওগুলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।