আমাদের কথা খুঁজে নিন

   

যে র্সবোচ্চ ছাড় দিবে, জনগণ তাকেই নির্বাচিত করবে !!!!!!

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে", "এ্যান্টি ব্লগারদের ঘৃণা করুন", "দাঁতভাঙ্গা জবাব দেন", "অশ্লীল মন্তব্যকারীর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলুন", "প্রয়োজনে তাদেরকে ব্লক করুন"
গল্পটি পুরানো এবং অনেকেরই জানা আছে। একটি শিশুকে নিয়ে দুইজন মহিলা মার্তৃত্ব দাবী করছিলো। এর মধ্যে একজন গর্ভধারিনী মা, আর অন্যজন নকল মা। কেউই তাদের মার্তৃত্বের অধিকার ছাড়তে রাজী নয়। তখন বিচারক বললো, ঠিক আছে, তোমরা দুজনই যখন বাচ্চাটির মা, তাহলে আমি নির্দেশ দিচ্ছি, বাচ্চাটিকে সমান দু’ভাগে কেটে দুজনকে ভাগ করে দেয়া হোক।

তখন একজন বলে, ঠিক আছে, আমি রাজী। অন্যজন বলে, না, এটি করবেন না, এটি করলে আমার বাচ্চাটি নিশ্চিত মারা যাবে। আমি আমার বাচ্চার মৃত্যু চাইনা। বাচ্চাটি উনাকে দিয়ে দিন। বাচ্চাটি বেঁচে থাক।

তখন বিচারক বুঝতে পারলেন, আসলেই প্রকৃত গর্ভধারিনী মা কে ! ! তখন বিচারক দ্বিতীয় মহিলাকে বাচ্চাটি দেয়ার আদেশ দিলেন। গল্পটি বলার উদ্দেশ্য হলো, দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট দূরীকরনে, দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে দুই জনের মধ্যে যে সর্বোচ্চ ছাড় দিবে, আগামী নির্বাচনে জনগণ তাকেই নির্বাচিত করবে, সে যে দলই হোকনা কেন !!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।