আমাদের কথা খুঁজে নিন

   

ধিক্ক্ তাদের যারা নিজেকে ভাসানীর চেয়েও বড় মনে করছেন (পাঠ্যবই থেকে মাওলানা ভাসানীর টপিক বাদ দেয়া প্রসঙ্গে)

মম অন্তর করো প্রসারিত , হৃদয় করো মোর উচ্ছ্বসিত , মনকে করো সুসমমণ্ডিত দেশ এখন মনিষী,জ্ঞানীগুণীতে টইটুম্বুর হয়ে যাচ্ছে,এমন ই এক দল জ্ঞানীগুণী(আবাল) সিদ্ধান্ত নিয়েছেন যে পাঠ্যবইতে ভাসানীর আর দরকার নাই,তাই পাঠ্যবই থেকে বাদ দেয়া হচ্ছে ভাসানীর টপিক। . . বলার কিছু নাই,করার ও কিছু নাই,যা হচ্ছে তাই মেনে নিতে হবে,কারণ প্রধানমন্ত্রী,মন্ত্রিরা কেও ভাসানির ছেলে বা মেয়ে নয়। . . এক অফিসে এক বস তার অ্যাসিস্ট্যান্টদের প্রায়ই কৌতুক শুনাত।কৌতুক এর বিষয় যাই হোক,হাস্যকর হোক বা নাই হোক,কেও হাসুক বা না হাসুক করিম ভাই ঠিকই হাসত। এক মাস পর অই বস এর কৌতুক শুনে সবাই হাসছে কিন্তুু করিম ভাই আর হাসছেনা।পাশ থেকে একজন জিজ্ঞেস করল ভাই,স্যারের কৌতুক শুনে এতদিন শুধু আপনিই হাসতেন,কিন্তুু আজকে সবাই হাসছে কিন্তুু আপনি হাসেন না কেন? করিম ভাই জাবাব দিল,আমি বদলি হয়ে অন্য অফিসে যাচ্ছি,তাই আজ আর হাসার দরকার নাই। . . . সত্যিই আজ আর রাখার দরকার নাই >>>>>>> বিঃদ্রঃ কপি করবেন না।কপি পেস্ট করলে পাগলা মানিক(সারাদিন অকথ্য ভাষায় গালিগালাজ করে)এর সামনে দাড় করিয়ে দেব।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।