আমাদের কথা খুঁজে নিন

   

১০ বছর পেরিয়ে দূরবীন ব্যান্ড

আগামীকাল ১০ বছর পেরিয়ে ১১ বছরে পা রাখছে জনপ্রিয় ব্যান্ডদল দূরবীন। কণ্ঠশিল্পী শহীদের উদ্যোগে ২০০২ সালের ১২ ডিসেম্বর ব্যান্ড দলটি গঠিত হয়। মাঝে ভাঙা-গড়ার খেলায় মেতেছিল ব্যান্ড দলটি। আবারও তারা সংঘবদ্ধ হয়ে নতুনভাবে একে গড়ে তুলেছেন। এ প্রসঙ্গে শহীদ বলেন, 'শ্রোতাদের ভালোবাসা নিয়ে আমরা ১০টি বছর পাড়ি দিলাম।

মাঝে কিছু ঝড়-ঝাপটা এসেছিল আমাদের মধ্যে। বর্তমানে আমরা তা কাটিয়ে উঠেছি। আমরা এবার অনুষ্ঠানটি পালন করছি রাশিয়ান কালচারাল সেন্টারে। অনুষ্ঠানের শুরুতে থাকছে 'মিট দ্য প্রেস'। তারপর আমাদের ১০ বছরে পথচলা নিয়ে আলোচনা, কেক কাটা এবং শেষে একটি স্টেজ শো দিয়ে অনুষ্ঠান শেষ করব।

' এ পর্যন্ত তিনটি অ্যালবাম প্রকাশ করেছে দূরবীন ব্যান্ড। বর্তমানে তারা তাদের চতুর্থ অ্যালবামের কাজ করছেন। এ ছাড়া শীঘ্রই এ ব্যান্ডের উদ্যোগে প্রকাশিত হতে যাচ্ছে ৭১টি ব্যান্ড দলের অংশগ্রহণে 'আমাদের ৭১' শিরোনামে একটি মিঙ্ড অ্যালবাম। দেশাত্দবোধক গান দিয়ে এটি সাজানো হচ্ছে।

 

 




এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।