আমাদের কথা খুঁজে নিন

   

symphony w125 ক্যামেরা সমস্যা! SOLVED

সিম্ফনী w125 এর স্টকরমে থার্ডপার্টি ক্যামেরা অ্যাপ্লিকেশন(যেমনঃ Camscanner, Goggles, Barcode scanner ইত্যাদি) ব্যাবহার করতে গেলে প্রিভিউ বা তোলা ছবি অন্ধকার দেখায়। এই সমস্যা সমাধানের জন্য আপনার ডিভাইস অবশ্যই Rooted এবং কাস্টম রিকভারী(যেমন CWM) Flashed থাকতে হবে।
রুট ও রিকভারীর জন্যঃ
কিভাবে রুট করবেন তার জন্য এই লিঙ্কে এবং কাস্টম রিকভারী ফ্লাশ করার জন্য এই লিঙ্কে -র সহযোগিতা নিতে পারেন।
ক্যামেরা সমস্যা সমাধানের জন্যঃ
এই লিঙ্ক থেকে ফ্লাশ ফাইলটি ডাউনলোড করে SD Card এ রাখুন। Mobile Uncle Tools অ্যাপলিকেশন থেকে রিকভারীতে প্রবেশ করুন অথবা ফোন বন্ধ করে চালু করার সময় Power+Vol Up বাটন কিছুক্ষণ প্রেস করে ধরে রাখুন।


যেহেতু এটি CWM রিকভারী তাই টাচ কাজ করবে না। আপনাকে ভলিউম আপ ডাউন করে কাজ করতে হবে এবং সিলেক্ট করার জন্য Power বাটন প্রেস করতে হবে।
এবার Install zip from sdcard সিলেক্ট করুন। তারপর Choose zip from sdcard সিলেক্ট করুন। অতঃপর W125 Camera Fix.zip ফাইলটি সিলেক্ট করুন।

ফ্লাশ হয়ে গেলে রিস্টার্ট দিন।
ব্যস!

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৫৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।