আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধের কবলে ৬ বছরের শিশু এখন পত্রিকার হকার

নাম সাইফুল। বয়স মাত্র সাড়ে ৬ বছর। পত্রিকা বিক্রি করা তার পেশা নয়। বাধ্য হয়েই করতে হচ্ছে। দেশব্যাপী চলমান অবরোধের রেশ পড়েছে তার পরিবারেরও।

রোজগার কমে যাওয়ায় সংসার চালাতে শিশু সাইফুলকে হাতে তুলতে হয়েছে পত্রিকা।

সাইফুলের হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। পত্রিকা বিক্রি করে তার দিনে আয় ৫০ টাকা। মাত্র দুদিন হয় সে এ পেশায় নেমেছে। এই বয়সে যেখানে স্কুলে যাবে মাঠে খেলার সাথীদের সঙ্গে হৈ চৈ আনন্দ করবে, সেখানে শিশু সাইফুলের মাথায় এখন সংসাবের বোঝা।

পরিবারের আক্ষেপ অবরোধে আয় রোজগার কমে যাওয়ায় শিশু সাইফুলকে এখন পত্রিকা বিক্রি করতে হচ্ছে।

আজ বুধবার দুপুর ১টায় শহরের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের এলাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পেপার বিক্রি করছিল সাড়ে ৬ বছরের শিশু সাইফুল। সাইফুলের বাড়ি শহরের চাঁদমারী বস্তিতে। মা শানু বাড়িতে বাড়িতে পানি দেয়। বড় ভাই তানভীর প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।

বাবা মহসিন ভ্যানচালক। অবরোধের কারণে মালামাল বহন কমে গেছে। তাই অনেকটা বেকার হয়ে গেছে বাবা। অভাবের সংসারে টানাটানি আরো বেড়ে গেছে। তাই বাধ্য হয়েই শিশু সাইফুলের কাঁধে সংসারের বোঝা ভর করেছে।

সোমবার থেকে সাইফুল পত্রিকার বিক্রির পেশায় নেমে পড়েছে। প্রতিদিন তার আয় ৫০ টাকা।

ছোট্ট সাইফুলের সঙ্গে আলাপকালে অস্পষ্ট ভাষায় সে জানায়, প্রতিদিন ৭০টা পত্রিকা বেচি। আমারে ৫০ টাকা দেয়। সকাল ৭টায় ঘুমেত্তে উডি, ৭০টা বেচা না ওয়া পর্যন্ত বাইত যাই না।

বেচা অইলে বাইত গিয়া মারে টেকা দিয়া দেই।   মায় অনেক আদর করে। বড় ভাইয়ে স্কুলে যায়। আমি ও যামু। কিন্তু টাকা নাই যে।

চাঁদামরী বস্তিতে গিয়ে কথা হয় সাইফুলের মা শানুর সাথে। তিনি বলেন, একটা পোলা স্কুলে যায়। আরেক পোলার খরচ ক্যামনে দিমু? হের মধ্যে দেশে গণ্ডগোল (অবরোধ)। এর লাইগা ভ্যান লইয়া বারোইতোও পারে না।   বাধ্য অইয়া সাইফুলরে পত্রিকা বেচতে নামাইছি।

দুই দিন ধইরা ও ৫০ টাকা কামায়। যা আমাগো লেগা অনেক কিছু। গণ্ডগোল কমলে ওর বাপে ভালোমত ভ্যান চালাইতে পারলে এই সমস্যা অইত না।

আদালত চত্বরে এক আইনজীবী বলেন, টিভিতে দেখি অনেকে স্লোগান দেয় আমারা এই সব খেলার মধ্যে নাই, আবার কেউ বলে গর্জে ওঠো আবারো। কেউ কি দেখতে পাচ্ছে ৬ বছরের শিশু খেলার মধ্যে পড়ে গেছে।

আর এই শিশু বড় হয়ে গর্জে উঠবে তাদের বিরুদ্ধেই যারা দেশকে নয়, ক্ষমতাকে ভালোবাসে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।