আমাদের কথা খুঁজে নিন

   

জয়পুরে জীবনঢুলী

ফেস্টিভ্যালে প্রদর্শন ও প্রতিযোগিতা দুটি বিভাগেই থাকছে চলচ্চিত্রটি।
নির্মাতা তানভীর মোকাম্মেল গ্লিটজকে বলেন, “জয়পুর ফেস্টিভ্যালের মূল বিভাগগুলোতে প্রতিযোগিতা করছে জীবনঢুলী।”



বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘জীবনঢুলীর’ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, তবিবুল ইসলাম বাবু, উত্তম গুহ, রাফিকা ইভা, ইকবাল হোসেন, পরেশ আচার্য্য প্রমুখ।
চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান কিনো আই ফিল্মস। চিত্রগ্রহণের কাজ করেছেন মাহফুজুর রহমান খান, শিল্প নিদের্শনা দিয়েছেন উত্তম গুহ, সংগীত পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু ও পোশাকের দায়িত্বে ছিলেন চিত্রলেখা গুহ।



বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের  প্রাক্তন ও বর্তমান পঁচিশজন শিক্ষার্থী ‘জীবনঢুলী’ ছবির নানা বিভাগে কাজ করছেন।
চলচ্চিত্রটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে চলতি সপ্তাহে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.