আপনি যদি সত্যিকারের স্মার্টফোন প্রেমী হয়ে থাকেন তাহলে আপনিও নকিয়ার মত বড় কোম্পানির কাছ থেকে একটি এন্ড্রয়েড ডিভাইস পাবার স্বপ্ন দেখেছিলেন নিশ্চয়? তারপর মাইক্রোসফট নকিয়ার শেয়ার কিনে নেয়ার পর সে আশা থেকেও বঞ্চিত হয় আমরা। তবে গুড নিউজ এই, ইতিমধ্যে নকিয়া আমাদের সেই স্বপ্ন পূরণ করার জন্য বাজারে এন্ড্রয়েড ডিভাইস ছাড়ার পরিকল্পনা করেছে। তাই আপনার যদি কেনার ইচ্ছা থেকে থাকে তাহলে এখন থেকেই প্রস্তুতি নিতে থাকুন মানে আপনার পছন্দের নকিয়া এন্ড্রয়েড ফোনটি কেনার জন্য টাকা জমানো শুরু করে দিন।
দি ভার্স এর নতুন রিপোর্ট অনুযায়ী, নকিয়া বর্তমানে "Normandy" নামে একটি কাস্টমাইজ এন্ড্রয়েড ডিভাইস(গুগলের নিজস্ব ভার্সন এর মত না) বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে। নকিয়ার এই কাস্টম এন্ড্রয়েড ভার্সনটি আমাজানের কিন্ডল ফায়ার ট্যাবলেট এর মত অনুরুপ করে হবে বলে জানিয়েছে।
দি ভার্স তথ্যমতে এই Normandy টিতে স্কাইপির মত জনপ্রিয় বেশ কয়েকটি এন্ড্রয়েড অ্যাপস সাপোর্ট করবে। এছাড়া @evleaks তাদের টুইটারে ডিভাইসটির একটি ছবি শেয়ার করে যা দেখতে অনেকটা লুমিয়া-র মত। তবে ডিভাইসটির নিচের নেভিগেশন বাটনটির সামান্য পরিবর্তন আনা হয়েছে।
এই নতুন ডিভাইসটি অনেক কম খরচে বাজারে আনবে নকিয়া যা তাদের আশা ডিভাইসটির দামের অনুরুপ হবে। তারপরও এটি আপনার প্রয়োজনীয় যে কোন স্মার্টফোন অ্যাপস চালানোর চাহিদা পূরণ করবে তা জানিয়েছে।
নকিয়া দাবি করছে যে তারা এইটা নিয়ে পুরোদমে কাজ করে যাচ্ছে এবং ২০১৪ সাল নাগাত এটিকে বাজারে লঞ্চ করার আশ্বাস দিয়েছে।
এখন কথা হচ্ছে নকিয়া কি ২০১৪ সালের ভিতর তাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে? এটি এখনও অজানা অবস্থায় আছে কেননা মাইক্রোসফট ইতিমধ্যে নোকিয়ার ডিভাইস ও সার্ভিস বিভাগের লাইসেন্স অর্জনে চুক্তিবদ্ধ হয়েছে। নকিয়ার সাথে মাইক্রোসফট এর এই চুক্তি ২০১৪ সালের প্রথম ত্রৈমাসিকে শেষ হবে বলে আশা করা হচ্ছে। তাই নকিয়াকে তার Normandy এন্ড্রয়েড ফোনটি রিলিজ করতে হবে সম্পূর্ণ চুক্তি শেষ করার আগেই। তো সেটাই দেখার অপেক্ষা আমাদের।
নকিয়ার Normandy এর রিলিজ শুধুই কি গুজব হয়ে থাকবে? আমরা কি এই এন্ড্রয়েড কাস্টম ভার্সনে চালিত নকিয়ার Normandy ডিভাইসটি কম দামে কিনতে পারব? দেখা যাক কি হয়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।