সিরিয়াজুড়ে বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরগুলিতে বিমান হামলায় নারী-শিশুসহ ২৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্দোলনকর্মীরা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ায় বিমান হামলা বন্ধের দাবি সম্বলিত প্রস্তাব পাশ হওয়ার দু’দিন পরই এই হামলা হল।
অভিযোগের তীর সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের দিকেই। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত কর্মীরা জানিয়েছেন, দেশের রাজধানী দামাস্কাসের পূর্বে আল-নেসাবিয়ে শহরে বিমান হামলায় নিহতদের মধ্যে ১০জন শিশু ও দু’জন মহিলা। ওই এলাকাতেই দু’বার হামলা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
অন্যদিকে, আল হোসনে বিমান হামলায় ছয়জনের প্রাণহানি ঘটেছে। তালবিস শহরে মারা গেছে চার শিশু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।