আমাদের কথা খুঁজে নিন

   

‘একগুয়েমি’ ছাড়ুন, সমঝোতায় আসুন: সরকারকে খালেদা

দুই দলকে সংলাপে বসিয়ে জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ-তারানকোর ঢাকা ছাড়ার একদিন বাদে বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন এই আহ্বান জানান।
নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধে সংঘাত-সহিংসতায় অর্ধশতাধিক মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে ঢাকায় আসেন জাতিসংঘের সহকারী মহাসচিব।
যাওয়ার সময় তিনি আশা প্রকাশ করে গেছেন, দুই দলের সংলাপ অব্যাহত থাকবে এবং এর মধ্যদিয়েই সঙ্কটের সমাধান আসবে।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন,  “সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনীর দোহাই দিয়ে সরকার প্রহসনের মাধ্যমেই তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইছে। এর প্রতিবাদে সারাদেশে মানুষ আন্দোলন করছে, তাদেরকে নিষ্ঠুরভাবে গুলি করে মারা হচ্ছে।


“সরকারের পৈশাচিক দমন-পীড়ন এবং এর বিরুদ্ধে জনগণের নিয়মতান্ত্রিক আন্দোলনে জনজীবন আজ স্থবির, মানুষ কষ্ট পাচ্ছে, অচলাবস্থার কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ”
বিএনপি চেয়ারপারসন বলেন, “অথচ সরকার নির্বিকার ও অনড়। দেশের অস্বাভাবিক পরিস্থিতি সকলে অনুভব করলেও সরকার বলছে, সব কিছু স্বাভাবিক। এটা কোনো সুস্থ স্বাভাবিক মনোভাব হতে পারে না।
“আমাদের আহ্বান ও দেশবাসীর আকুতিকে সাড়া না দিলেও জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূতের মধ্যস্থতায় সরকারি দল আলোচনায় বসতে সম্মত হওয়ায় দেশবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

আমি আশা করি, দেশের মানুষের প্রত্যাশাকে সরকার বিবেচনায় নেবেন। একগুয়েমি পরিহার করে শান্তি ও সমঝোতার পথে এগুবেন। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.