জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বিশেষ বার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় তিনি বলেছেন, তাঁকে চিকিত্সার নামে আটকে রাখা হয়েছে।
বার্তায় এরশাদ বলেছেন, ‘আমি অসুস্থ নই। আমাকে গ্রেপ্তারের জন্য এখানে আটকে রাখা হয়েছে। ’ ঘোষিত তফসিলে জাপা নির্বাচনে যাবে না বলেও তিনি আবার ঘোষণা দিয়েছেন।
এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের মাধ্যমে আজ শুক্রবার বিকেলে এরশাদ এসব কথা জানান বলে জাতীয় পার্টির রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ববি হাজ্জাজ প্রথম আলো ডটকমকে জানান, সাবেক রাষ্ট্রপতির সঙ্গে তাঁর টেলিফোনে আলাপ হয়েছে এবং টেলিফোনেই তিনি এসব নির্দেশনা দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এরশাদ বলেছেন, ‘আমি কাউকে আমার মুখপাত্র নিযুক্ত করিনি। একজন নেতা (মুজিবুল হক চুন্নু) পার্টির মুখপাত্র হিসেবে বিবৃতি দিচ্ছেন বলে শুনেছি। তিনি যদি এটা করে থাকেন তাহলে এর দায়িত্বও তাঁর নিজের এবং সেটি তাঁর নিজস্ব মতামত হিসেবে বিবেচিত হবে।
পার্টির শৃঙ্খলাবিরোধী যেকোনো কাজের জন্য আমি যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। ’
এরশাদ আরও বলেন, দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং তাঁর ভাই ও পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের তাঁর কাছ থেকে প্রাপ্ত দিকনির্দেশনা দলীয় নেতা-কর্মীদের কাছে পৌঁছে দেবেন। ববি হাজ্জাজের মাধ্যমে তিনি গণমাধ্যমের কাছে তা তুলে ধরবেন বলে জানিয়েছেন। অন্য কারও বক্তব্য, বিবৃতি ও প্রচারণায় বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান এরশাদ।
এরশাদ বলেন, ‘সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় পার্টি কোনো নির্বাচনে অংশ নেবে না।
এ জন্য ইতিমধ্যেই আমাদের দলের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।