আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ুন আজাদ বলেছেন "অপন্যাস মুদ্রিত মাদকদ্রব্য"

যে মুখ নিয়ত পালায়......। ।

হুমায়ুন আজাদ বলেছেন, উপন্যাস নামে চলে, উপন্যাসের মতো অথচ উপন্যাস নয়, এমন লেখার নাম দিতে পারি অপন্যাস। তিনি আরো বলেন, অপন্যাস সাহিত্য নয়, অপন্যাস বিনোদন ব্যবসা। উপন্যাস ও অপন্যাস বিপরীত মেরুতে অবস্থিতঃ একটি সাহিত্য অন্যটি অপসাহিত্য; একটি শিল্পকলা, অন্যটি আবর্জনা।

তিনি বলেন, অপন্যাস জীবনবোধকে শাণিত করে না। অপন্যাস শুধু মজা দিয়ে পাঠক কে শেষ করে দেয়। অপন্যাস মুদ্রিত মাদকদ্রব্য। তিনি সব দেশেই অপন্যাস আছে বলেছেন। তবে সব খানে সাহিত্যের মর্যাদা পায় না।

বাংলাদেশে পায়। এবং তিনি আশংকা প্রকাশ করেছেন অপন্যাস বালক বালিকাদের যেভাবে জীর্ণ রুগ্ন মস্তিষ্কহীন করছে তাতে ভবিষ্যতে পাওয়া যাবে এক মগজহীন প্রজন্মপরম্পরা। তিনি বলেছে রোমেনা আফাজ, আকবর হোসেনরা লিখেছেন। তাদের বই প্রচুর বিক্রিও হয়েছে। কিন্তু তারা উপন্যাসিকের মর্যাদা পান নি।

কিন্তু এখনকার আকবর হোসেনরা ঔপন্যাসিকের মর্যাদা পান। এতে বোঝা যায় আমাদের কতটা পতন হয়েছে, মূল্যবোধ কতটা নষ্ট হয়েছে। বলেছেন অপন্যাস পাঠক বালক বালিকা সুকুমার রায় বা শিবরামের লেখাকে কঠিন মনে করে। সবশেষে তিনি একজন সৈয়দ ওয়ালীউল্লাহ আমরা পাবো কি না, যিনি বাঙলাদেশের উপন্যাস এবং পাঠককে উদ্ধার করবেন এমন একটি প্রশ্ন করেছেন। সুত্র- অপন্যাস , অপন্যাস রোগ দুইটা প্রবন্ধ।

অপন্যাস সম্পর্কে হুমায়ুন আজাদের এই মতামত সম্পর্কে আপনার নিজস্ব মতামত কি? অপন্যাস বলে কিছু আছে মনে করেন? আর এই যে একটা কথা, অপন্যাসের পাঠকেরা উপন্যাসের পাঠক হইতে পারে না বা হয় না কারণ তাদের চিন্তাশক্তি নষ্ট হয়ে যায় অপন্যাস পাঠের ফলে এটাকে কি ঠিক মনে করেন? হুমায়ুন আজাদ যেই সমস্ত লেখাকে অপন্যাস বলেছেন সেগুলো তো বুঝাই যাচ্ছে, কিন্তু যেইগুলারে তিনি সত্যিকার উপন্যাস মনে করেন তার একটা ধারণা পাওয়া গেল সৈয়দ ওয়ালীউল্লাহর কথা বলায়। তার মতে ওয়ালীউল্লাহর উপন্যাস গুলো উপন্যাস। হুমায়ুন আজাদীয় একটা স্ট্যান্ডার্ড পাওয়া গেল। আর হুমায়ুন আজাদ যে মনে করেন অপন্যাসে সাহিত্যের কোন উন্নতি নাই, না পাঠক সৃষ্টিতে না অন্য কিছুতে, এটা ধ্বংসকারী মাদক সেইটা সম্পর্কে কি ভাবেন? নাকী আপনি মনে করেন যাদের অপন্যাস বলা হচ্ছে তারাও সাহিত্যের অংশ , এদের ভিতর থেকেও মহৎ জীবনবোধ সম্পন্ন সাহিত্য সম্ভব? অথবা সাহিত্যে গাঢ় জীবনবোধ থাকতেই হবে এইসব ধারণায় আপনি অবিশ্বাসী? এর আগের একটা সাহিত্য আলোচনায় বেশ কিছু ভালো মন্তব্য পড়েছিলো - ছফা বলেছেন তেইশ চব্বিশ বছরে আমাদের বিশ্ব দরবারে যাওয়ার মত কোন সাহিত্য রচিত হয় নি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.