পর্যটন শূন্য রাঙামাটি এখন স্থবির। মুখ থুবড়ে পড়েছে রাঙামাটি পর্যটন শিল্প ব্যবসাও। দেশের চলমান রাজনৈতিক সহিংসতায় একের পর এক টানা হরতাল অবরোধের কারণে রাঙামাটি পর্যটন শিল্পে ধস নেমেছে। রাঙামাটি পর্যটন কমপ্লেঙ্ মোটেল আর আকর্ষণীয় স্পটগুলো এখন বিরান। মাত্র দু'বছর আগেও শীত মৌসুম শুরু হতে না হতেই অবকাশ কাটাতে প্রতিদিন অগণিত পর্যটক আসতো নৈসর্গিক পাহাড়ি জনপদে।
পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠত পাহাড়ি কন্যা রাঙামাটি। পর্যটকদের সরব উপস্থিতি যেন উৎসবের নগরীতে পরিণত হতো পাহাড়ি এ অঞ্চল।
পাহাড়ি এলাকার দর্শনীয় স্থান ও নিদর্শনগুলো পর্যটকদের আকর্ষণ কাড়ে সহজেই। আনন্দ ও মনোরঞ্জন জোগানোর অসংখ্য নৈসর্গিক আবেশ ও দর্শনীয় স্থান পর্যটন মোটেল ছাড়াও ডিসি বাংলো, পেদাটিংটিং, সুবলং ঝর্ণা ও পর্যটন স্পট, টুকটুক ইকো ভিলেজ, গিরিশোভা ভাসমান রেস্তোরাঁ, পৌর পার্ক, সুখী নীলগঞ্জ, উপজাতীয় জাদুঘর, রাজবন বিহার, চাকমা রাজার বাড়ি, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের স্মৃতিসৌধ পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠত। বিশেষ করে সপ্তাহের ছুটির দিনগুলোতে ভিড় জমতো বেশি।
আগত পর্যটকদের বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের বহর ছাড়াও ঢাকা এবং চট্টগ্রাম থেকে আসা যাত্রীবাহী বাসগুলো ভিড়ে ঠাসা থাকত। কিন্তু এবার দীর্ঘ সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতা পর্যটনের জন্য প্রতিকূল হয়ে দাঁড়িয়েছে। এখন বেকার হয়ে পড়েছেন অনেকেই।
রাঙামাটি পর্যটন নৌ-যান ঘাটের ইজারাদার মো. করিম জানায়, শীত মৌসুমকে কেন্দ্র করেই পাহাড়ের পর্যটন ব্যবসা রমরমা হয়ে উঠত। প্রতিবছর অসংখ্য পর্যটক ও ভ্রমণ পিপাসু লোকজনের আগমন ঘঠে রাঙামাটিতে।
বিশেষ করে মৌসুমের শুরুতেই পিকনিক করতে আর পর্যটন কমপ্লেঙ্রে ঝুলন্ত ব্রিজটি দেখতে দূর দুরন্ত থেকে ছুটে আসে হাজার হাজার পর্যটক। কিন্তু টানা অবরোধ আর হরতালের কারণে রাঙামাটিতে তেমন কোনো পর্যটক আসেনি। ফলে পর্যটন নৌ-যান পরিবহনের চালকরা পড়েছেন ক্ষতির মুখে। পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সবাই আর্থিক ক্ষতি গুনছে।
রাঙামাটি হোটেল মালিক সমিতির সভাপতি মো. আবুবকর জানায়, গত দুবছরে তেমন কোনো পর্যটকের মুখ দেখতে পায়নি রাঙামাটির হোটেল মালিকরা।
অমনক হোটেল ব্যবসায়ী তাদের কর্মচারীদের ঠিকমতো বেতন দিতে পারছে না।
ইতোমধ্যে অনেক হোটেলে কর্মচারী ছাটাই করতে হয়েছে বলে জানান রাঙামাটি হোটেল মালিক সমিতির সভাপতি। রাঙামাটি পর্যটন মোটেল ও হলিডে কমপ্লেঙ্রে ব্যবস্থাপক মো.আখলাকুর রহমান জানান, শীত মৌসুমের শুরুতে দেশি-বিদেশি অসংখ্য পর্যটকের আগমন ঘটে রাঙামাটি পর্যটন কমপ্লেঙ্। ে এবার কিন্তু দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার টানা হরতাল অবরোধের ফলে পর্যটক একেবারে নেই। এর প্রভাব পড়েছে পার্বত্যাঞ্চলের পর্যটন শিল্পের উপর।
ব্যাপক ক্ষতি গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। শীত মৌসুম শেষ হবার আগেই যদি দেশের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে এ ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।